জওয়ানদের জন্য ৫০% ছাড়! স্বাধীনতা দিবস উপলক্ষে বড় উদ্যোগ এই দোকানদারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত বর্তমানে স্বাধীনতার অমৃত মহোৎসব (আজাদি কা অমৃত মহোৎসব 2022) উদযাপনে নিমজ্জিত। 15 আগস্ট দেশের স্বাধীনতার 75 বছর পূর্ণ হবে। ভারতেও হর ঘর তিরঙ্গা প্রচার চলছে পুরোদমে। জায়গায় জায়গায় তিরঙ্গা যাত্রা বের করা হচ্ছে। এদিকে গুজরাটের এক দোকানদার ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জন্য চমৎকার অফার দিয়েছেন, যা জানলে আপনিও আবেগপ্রবণ হয়ে যাবেন। দোকানদার ঘোষণা করেছেন যে তার দোকানে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের 50 শতাংশ ছাড় দেওয়া হবে।

ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের বিশেষ অফার দেওয়া এই দোকানটি গুজরাটের সুরাটে রয়েছে। দোকানদার বলেছেন যে, “প্রধানমন্ত্রী মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ উদ্যোগের পরিপ্রেক্ষিতে, আমরা আমাদের দোকান পতাকা দিয়ে পূর্ণ করেছি যাতে স্বাধীনতার অমৃত মহোৎসব আরও রঙে পূর্ণ হয়।”

তিনি আরও জানিয়েছেন যে,” কোনও জওয়ান যদি এই দোকানে আসে তবে আমরা তাকে মিষ্টির উপর 50 শতাংশ ছাড় দেব। সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসারদের এই অফার দেওয়া হবে। আমাদের সমস্ত সাহসী সৈনিকদের জন্য এই স্কিমটি কার্যকর করা হয়েছে, এমনকি তারা অবসর গ্রহণকারী দেরও এই অফার দেওয়া হবে।”

ভারত 15 আগস্ট, 2022-এ 75 তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। প্রধানমন্ত্রী মোদি প্রত্যেকের কাছে তাদের বাড়িতে ভারতের জাতীয় পতাকার তেরঙা উত্তোলনের আবেদন করেছেন। এই সময়ে, বিপুল সংখ্যক মানুষ তাদের ডিপিতে তেরঙ্গাও রেখেছেন।

উল্লেখ্য, গুজরাটের দোকানদারের এই উদ্যোগের প্রশংসা করছেন সাধারণ মানুষ। ভারতীয় সেনাবাহিনীর প্রতি তার শ্রদ্ধার নিদর্শন মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X