বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মিশরের রাজধানী কায়রোর একটি গির্জায় অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় প্রায় ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরক্যা স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রয়টার্স জানায়, আগুনের এই ঘটনাটি গিজা শহরের আবু সিফিন চার্চের। গির্জায় প্রার্থনার জন্য ৫ হাজার মানুষ জড়ো হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার জেরে গির্জায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গিয়েছে।
গির্জায় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছে। আগুন নেভানোর জন্য পনেরটি ফায়ার ফাইটিং গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে, এছাড়াও অ্যাম্বুলেন্সের মাধ্যমে হতাহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে গেছে।
أتُابع عن كثب تطورات الحادث الأليم بكنيسة المنيرة بمحافظة الجيزه، وقد وجهت كافة أجهزة ومؤسسات الدولة المعنية باتخاذ كل الاجراءات اللازمة، وبشكل فوري للتعامل مع هذا الحادث وآثاره وتقديم كافة أوجه الرعاية الصحية للمصابين .. ١/٢
— Abdelfattah Elsisi (@AlsisiOfficial) August 14, 2022
রাষ্ট্রপতির কার্যালয় বলেছে যে রাষ্ট্রপতি আবদুল ফাতেহ আল-সিসি কপটিক খ্রিস্টান পোপ দ্বিতীয় তাওদ্রোসের সাথে ফোনে কথা বলেছেন এবং তার সমবেদনা জানিয়েছেন।