তিরঙ্গা যাত্রায় বাধা! ‘রাষ্ট্রবিরোধীতা’র অভিযোগে রাজ্যের ৩ IPS-র বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ গত সোমবার স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হয় গোটা দেশ জুড়ে। দেশ স্বাধীনের ৭৫ বছর উপলক্ষ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে ‘হর ঘর তিরঙ্গা’ এবং অন্যান্য একাধিক কর্মসূচি নেওয়া হয়। প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়েই তিরঙ্গা যাত্রা করতে বের হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ, সেই সময় পুলিশের তরফ থেকে তাঁকে বাধা দেওয়া হয়। এ প্রসঙ্গে বিতর্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) গোটা ঘটনার বিষয়ে অবগত করেন শুভেন্দু আর এবার অবশেষে রাজ্যের তিন আইপিএস আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করতে চলেছেন বিজেপি নেতা।

শুভেন্দু অধিকারীর অভিযোগের তীরে রয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি মনোজ মালব্য, পূর্ব মেদিনীপুর জেলার এসপি অমরনাথ কে এবং অতিরিক্ত এসপি শ্রদ্ধা পান্ডে। উল্লেখ্য, স্বাধীনতার দিন নন্দীগ্রামে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা করতে রওনা দেন বিরোধী দলনেতা। অভিযোগ, সেই সময় পুলিশের তরফ থেকে তাঁকে বাধা দেওয়া হয়। এ প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন, “জাতীয় পতাকা নিয়ে নন্দীগ্রামে তিরঙ্গা মিছিলে বেরিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে গোটা দেশ সাড়া দিয়েছে। আমিও তা করেছিলাম। কিন্তু সেই সময় পুলিশের তরফ থেকে আমাকে বাধা দেওয়া হয়। এটা ‘রাষ্ট্রবিরোধী’ কাজ। আমার মনে হয়, মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ কর্তার নির্দেশে এ কাজ করা হয়েছে। এটা অনুচিত।” এরপরই তিনি প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, “ভারতবর্ষ কি পাকিস্তান? এখানে দেশের জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা করার জন্য কি অনুমতি নিতে হবে?”

Untitled design 23 3

একই সঙ্গে গোটা ঘটনায় তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন বিজেপি নেতা। তিনি জানান, “স্বাধীনতা দিবসে গোটা পৃথিবীর রং যখন তেরঙা হয়েছে, সেই মুহূর্তে নবান্নে জ্বলেছে নীল আলো।” এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর মামলা প্রসঙ্গে অবশেষে কি রায় দেন বিচারপতি, সেটাই বর্তমানে বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর