বাংলাহান্ট ডেস্ক : চিরকালই “ঠোঁট কাটা” হিসাবে পরিচিত আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুনাভ ঘোষ। এবার তার সাথে বাগ-বিতণ্ডায় জড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গাঙ্গুলীকে অরুনাভ ঘোষ বলেন,”আপনি আইনের এবিসিডি জানেন না!” পাল্টা অরুনাভকে জেলে পাঠানোর কথা উল্লেখ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।
দুপুর তিনটে শুরু হওয়ার কথা ছিল শুনানি। এজলাসে তখন থিকথিকে ভিড়। কিছুক্ষণ পর প্রবেশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই মন্তব্য করেন,”আজ আমি মামলা শুনবো না। শরীর ভালো না। অরুনাভ কোথায়?”
এরপরই হঠাৎ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গুনগুন করে ওঠেন,”‘তুমি আসবে বলেই কোর্টে রুমে এত ভিড় হয়ে গেল….’’ এজলাসে প্রচন্ড ভিড় দেখে অরুনাভ ঘোষ বলেন,”এত ভিড়। পুরো ছাতুবাবুর বাজার হয়ে গিয়েছে।” এরপরই মেজাজ হারিয়ে অরুনাভ ঘোষ বিচারপতি গাঙ্গুলির উদ্দেশ্যে বলেন,”আইন জানেন না আপনি। আমি জানি আপনাকে কিভাবে ডিল করতে হয়। সাংবাদিকরা আপনার চেম্বারে গেলে অনেক কথা বলেন।”
তারপর বিচারপতি গাঙ্গুলি বলেন,”সংবাদ মাধ্যমকে আপনি অনেক কিছু বলেছেন। এই নিয়ে রুল জারি করে আপনাকে জেলে পাঠাবো। আমি আজ আসতাম না। শরীর ভালো না। না আসলে হয়তো ভাবতেন পালিয়ে গেছি। তাই আসলাম।” এরপর বিচারপতি গাঙ্গুলী গাঙ্গুলি প্রক্রিয়া শুরু করেন। অনুব্রত ঘনিষ্ঠ ছয়জনের হাজিরা নির্দেশ, টেট সার্টিফিকেট প্রদান করা প্রত্যাহার করে নেন তিনি।
এর আগেও অরুনাভ ঘোষের সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের “টক মিষ্টি” সম্পর্কের সাক্ষী থেকেছে সাধারণ মানুষ।কোর্টের বাইরে বিভিন্নভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করতে শোনা যায় আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুনাভ ঘোষের মুখে। এরপর কোর্টে বিচারপতি গাঙ্গুলী অরুনাভ ঘোষকে হাজিরা নির্দেশ দিলে আজ কিছুটা বাকবিতণ্ডা শোনা যায় এজলাসে।
শেষে বিচারপতি গাঙ্গুলি বলেন,”বর্ষীয়ান আইনজীবী আপনি। যা হয়েছে ভুলে যান। আমি আমার কথা তুলে নিচ্ছি।” বিচারপতি গাঙ্গুলিকে পাল্টা অরুনাভও বলেন,”আমি কিছু মনে রাখি না। তবে আপনি যে সৎ ব্যক্তি সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।”