নজরে আরও এক SSC-র প্রাক্তন চেয়ারম্যান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে CBI

বাংলাহান্ট ডেস্ক : আরও জটিল হলো এসএসসি দুর্নীতি-কাণ্ড। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (North Bengal University) অভিযান চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দা আধিকারিকরা। তাঁদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন উত্তরবঙ্গ বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তাঁর কোয়ার্টারেও তল্লাশি করে সিবিআই। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি।

সিবিআইয়ের মোট ১২ জনের একটি দল বুধবার হাজির হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশের দফতরে যান তাঁরা। সেখানেই তাঁরা সুবীরেশকে জেরা শুরু করেন। তিন জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সুবীরেশের কোয়ার্টারেও যায়। এর পাশাপাশি তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার দিলীপ রায় এবং ডেপুটি রেজিস্ট্রার স্বপন রক্ষিতকেও তলব করেন।

এসএসসির গ্রুপ-ডি, গ্রুপ-সি এবং শিক্ষক নিয়োগের মামলায় ভুয়ো নিয়োগের অভিযোগ উঠেছে। হাই কোর্টের ডিভিশন বেঞ্চে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটি যে রিপোর্ট জমা দেন তাতে বলা হয়, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। চাকরিপ্রাপ্তদের মধ্যে ২২২ জন পরীক্ষা দেননি বলেও অভিযোগ উঠেছে। বাগ কমিটির রিপোর্টে ওই কাণ্ডে জড়িতদের নামের যে তালিকা দেওয়া হয়েছে, তাতে সুবীরেশেরও নাম রয়েছে বলে জানা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর