সুযোগ নষ্টের নেশায় মেতেছেন ইস্টবেঙ্গলের ফরোয়ার্ডরা, পেনাল্টি বাঁচিয়ে হার আটকালেন কমলজিৎ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দ্বিতীয় ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি। একাধিক সুযোগ তৈরি করেও গোল পাওয়া গেল না। উল্টে গোলরক্ষক কমলের পেনাল্টি না বাঁচালে ম্যাচ হারতেও হতে পারত। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে রাজস্থান ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করল ইমামি ইস্টবেঙ্গল। দুরন্ত ফুটবল খেলেছেন তুহিন দাস, আমরজিৎ সিং কিয়াম, মহম্মদ রাকিপ, চুংগুঙ্গারা। কিন্তু ততোধিক হতাশ করলেন ভিপি সুহের, অ্যালেক্স লিমারা।

আজ প্রথম একাদশে দুই বিদেশি নিয়ে দল সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন। মিডফিল্ডার লিমা ও ডিফেন্স সামলাতে চুংগুঙ্গার সাথে সাইপ্রাসের কিরিয়াকুকে জুড়ে দিয়েছিলেন ভারতের প্রাক্তন কোচ। স্বল্প সময়ে মন্দ খেলেননি তারকা ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধে তাকে তুলে ইভান গঞ্জালেজকে মাঠে নামানো হয়। চোর-ডাকাত এড়াতে বিদেশিদের মধ্যে রোটেশন করাচ্ছিলেন লাল হলুদ কোচ। যার জন্য ম্যাচের শেষ ১৫ মিনিটে মাঠে দেখা যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রোকেও। তবে দলের সঙ্গে এখনো সঠিক বোঝাপড়া গড়ে ওঠেনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এর ফলে বেশ কয়েকবার ফরোয়ার্ডদের মধ্যে বোঝাপড়ার অভাবের কারণে শেষদিকে ভালো কয়েকটি মুভ নষ্ট হয়।

rajasthan vs east bengal

আজকের ম্যাচে গোলের একাধিক সুযোগ পেয়েও নষ্ট করেন ভিপি সুহের। অনুশীলনের পর ভক্তদের কথা দিয়েছিলেন যে আজ গোল আসবে। কিন্তু নিজের কথা রাখতে আজকে অন্তত ব্যর্থ হন তিনি। বাঁ উইংয়ে তুহিন দাস ও ডান দিকের উইং থেকে অনিকেত যাদব একাধিক বিপজ্জনক আক্রমণ তৈরি করেছিলেন। কিন্তু লাভের লাভ হয়নি। প্রথমার্ধে একবার অনিকের যাদবের দূরপাল্লার শট বারে লেগে মাঠের বাইরে যায় সেটি ছিল ইস্টবেঙ্গল ম্যাচে পাওয়া সবচেয়ে বড় সুযোগ। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামা সৌভিক চক্রবর্তীর ভুলে পেনাল্টি পেয়েছিল রাজস্থান ইউনাইটেড কিন্তু ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ দুর্দান্ত অনুমান শক্তির দৌলতে সেই পেনাল্টি বাঁচিয়ে ম্যাচের নায়ক বনে যান।

ডার্বিতে নামার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের সবচেয়ে বেশি চিন্তায় রাখবে দলের গোল না পাওয়ার ঘটনাটি। দুই ম্যাচ মিলিয়ে এটিকে মোহনবাগান ৩ গোল করেছে কিন্তু হজম করেছে ৪ গোল। অপর দিকে দুটি ম্যাচে এখনো গোলের খাতা খুলতে পারেনি লাল হলুদ ক্লাব। সেই সঙ্গে প্রাক-মরশুম প্রস্তুতির শুরু থেকে একজন ফিটনেস ট্রেইনার না থাকার কারণে ম্যাচের বয়স যত বাড়ছে ততোই যেন ক্লান্ত হয়ে পড়ছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হিরো হওয়া রাজস্থান ইউনাইটেডের নিকুম আজও ম্যাচের শেষ মিনিটে সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গলের স্বপ্ন ভঙ্গ করার। কিন্তু তার দুর্দান্ত শর্ট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। কলকাতা ডার্বিতে এমন ভুলগুলো লিস্টন কোলাসোরা করবেন, এমনটা আশা না করাই ভালো।

Reetabrata Deb

সম্পর্কিত খবর