বাংলা হান্ট ডেস্কঃ আচমকাই শুরু হয় বিবাদ এবং পরবর্তীতে তা এতটাই বৃদ্ধি পায় যে শেষপর্যন্ত এক বাস কন্ডাক্টরকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ সামনে উঠে এলো। ঘটনাটি কলকাতার (Kolkata) কসবা (Kasba) এলাকার। গতকাল মধ্যরাতের এ ঘটনায় অভিযুক্ত অপর বাস কন্ডাক্টরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার কেন্দ্রস্থল কলকাতার কসবা এলাকার গীতাঞ্জলি স্টেডিয়ামের এক নম্বর গেটের নিকটবর্তী স্থান। গতকাল রাতে উজ্জ্বল হালদার এবং শেখ নিয়াজউদ্দিন নামে দুই বাস কন্ডাক্টারের মধ্যে আচমকাই বচসা শুরু হয়।
স্থানীয়দের দাবি, রাত ১২ টার সময় গীতাঞ্জলি স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় বাস পার্কিং করার পর আচমকাই বচসায় জড়িয়ে পড়ে দুই যুবক এবং পরবর্তীতে হঠাৎ উজ্জ্বলকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে নিয়াজউদ্দিন।
উল্লেখ্য, কসবার উক্ত এলাকায় গভীর রাতের দিকেও বেশ কয়েকজন মানুষের আনাগোনা চোখে পড়ে। গতকাল মধ্যরাতে দুই যুবককে একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে দেখে প্রথমে কিছু না বললেও পরবর্তীতে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। এরপর উজ্জ্বলকে ছুরি মেরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় উজ্জ্বলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।
পরবর্তীতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলে কিছু সময়ের মধ্যেই নিয়াজউদ্দিনকে পাকড়াও করে কসবা পুলিশ। ঘটনাটি নেপথ্যে প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশের অনুমান, এক্ষেত্রে আগে থেকে কোনো বচসা ছিলো দুই যুবকের মধ্যে আর সেই কারণেই শুরু হয় বিবাদ; যা পরবর্তীতে ডেকে আনে মৃত্যু।