বিজেপিতে যোগ দিচ্ছেন মিতালী? জেপি নাড্ডার সঙ্গে তার সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই ইঙ্গিত দিয়েছিলেন। ক্রমশ যেন সেই পথেই এগুচ্ছেন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ। তার রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে জল্পনা চলছিল তার অবসরের দিন থেকেই। এরইমধ্যে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন মিতালী। তারপর থেকেই তার আসন্ন ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে।

আজ শনিবার হায়দরাবাদ বিমান বন্দরে আচমকাই বিজেপি সভাপতির সঙ্গে দেখা করতে যান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। দেখা করার পর দুজনে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। এই নিয়েই এখন সরগরম রাজনীতি বিশেষজ্ঞরা। মিতালী ও নাড্ডার দেখা-সাক্ষাৎ নিয়ে আচমকাই রাজনৈতিক মহল নতুন সমীকরণের আঁচ পাচ্ছে।

অনেকে অবশ্য আর অপেক্ষার ধার ধারেনি। তারা সরাসরি বলতে শুরু করেছেন যে মিতালী ক্রিকেট ছাড়ার পর এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। মিতালীই প্রথম ক্রিকেটার যিনি ক্রিকেট ছাড়ার পর রাজনীতির সঙ্গে যুক্ত হবেন এমন অবশ্য বলা যাবে না। এর আগে গৌতম গম্ভীর, নভজ‍্যোৎ সিং সিঁধুর মত ক্রিকেটাররা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন নিজেদের ক্রিকেট কেরিয়ার শেষ হওয়ার পর।

যদিও মিতালী যে বিজেপির সাথে যুক্ত হচ্ছেন এমনটা জোর দিয়ে বলা যায় না। সামনেই তেলেঙ্গানা বিধানসভার নির্বাচন থাকায় সেই রাজ্যের বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় সিং ‘প্রজা সংগ্রাম যাত্রা’ শুরু করেছেন তার একটা অংশ হিসেবে ওই রাজ্যের প্রথম সারির ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মিতালী সংঘের নাটোরেই সাক্ষাতকারকে অনেকে তাই সৌজন্য সাক্ষাৎ বলেও গণ্য করছেন।

প্রায় তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটকে অফিশিয়ালি বিদায় জানিয়েছেন মিতালী। বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে ১০,০০০ আন্তর্জাতিক রানের মালিক তিনি। ২০১৭ সালে তাঁর অধিনায়কত্বেই মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। খালি নিজের অবসর ঘোষণাকারী পোস্টে জানিয়ে দিয়েছিলেন যে ভবিষ্যতে তিনি মহিলা ক্রিকেটের উন্নতির সঙ্গে যুক্ত থাকতে চান। সুযোগ পেলে ক্রিকেট প্রশাসনেও বসতে চান বলেন ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত তিনি কোন পথে পা বাড়ান তা জানতে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে উৎসাহীদের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর