আমিরের হাল দেখে ‘ডন ৩’ থেকে সরলেন শাহরুখ! ভয় পেলেন কিং খানও?

বাংলাহান্ট ডেস্ক: আমির খানের (Aamir Khan) ‘লাল সিং চাড্ডা’র ভয়াবহ পরিণতি বলিউডকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সুপারস্টার হয়েও নিজের ছবিকে বাঁচাতে পারেননি তিনি। এক সময়ে করা কিছু বিষ্ফোরক মন্তব্য আমির করিনার কাল হয়ে এসেছে বর্তমানে। সেই সঙ্গে দুঃসময় ডেকে এনেছে বলিউডের জন্যও। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শাহরুখ খান (Shahrukh Khan) পর্যন্ত পিছু হটছেন ছবি থেকে।

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ডন ৩’ (Don 3) নিয়ে বেশ অনেকদিন ধরেই জল্পনা চলছে। প্রথম দুই পার্ট হিট হওয়ার পর শাহরুখকে সিক্যুয়েল ছবিতে দেখার জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা। বেশ অনেকদিন ধরেই ছবিটি প্রি প্রোডাকশন পর্যায়ে রয়েছে। কখনো শোনা যাচ্ছে, ডন ৩ তে শাহরুখের সঙ্গে অমিতাভকেও দেখা যাবে, আবার কখনো জল্পনা চলছে নায়িকা নিয়ে।

Shahrukh dunki
তবে সাম্প্রতিক পাওয়া খবর বলছে, শাহরুখ নিজেই নাকি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। ছবির এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শাহরুখকে ডন ৩ এর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন অফার। তবে এমন নয় যে চিত্রনাট্য পছন্দ হয়নি অভিনেতার। তবে তিনি সম্পূর্ণ আশ্বস্ত হতে পারেননি।

শাহরুখের মতে, ডন চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র। তাই চিত্রনাট্য সম্পূর্ণ নিখুঁত না হলে তিনি অভিনয় করতে রাজি নন। বলিউডের বক্স অফিসের হাল খুব একটা ভাল নয়। তাই যে কোনো ছবির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হয়ে এগোতে রাজি নন শাহরুখ। কিং খানও বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন।

সূত্রের খবর আরো বলছে, শাহরুখের চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ফের সেদিকে মন দিয়েছেন ফারহান আখতার। সবটা ঠিকঠাক করে তারপর সম্ভবত আবারো শাহরুখের কাছে প্রস্তাব নিয়ে যেতে পারেন ফারহান। তখন কিং খান রাজি হবেন কিনা সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag

সম্পর্কিত খবর