বাংলাহান্ট ডেস্ক: ‘বেতাল পঞ্চবিংশতি’, ছোটবেলার শিহরণ জাগানো, উত্তেজনায় ভরপুর রূপকথার গল্প এবার হাজির টেলিভিশনের পর্দায়। মহারাজ বিক্রমাদিত্য আর বেতালের গল্পকে সিরিয়াল হিসাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরতে চলেছে স্টার জলসা, নাম ‘বিক্রম বেতাল’ (Vikram Betal)। মুখ্য দুই চরিত্রে জয় মুখোপাধ্যায় (Joy Mukherjee) এবং শুভাশিষ মুখোপাধ্যায়।
মহারাজ বিক্রমাদিত্য ও বেতাল রূপে সম্পূর্ণ অন্য লুকে দেখা যেতে চলেছে জয় এবং শুভাশিষকে। অনেক দিন পর সিরিয়ালে দেখা যেতে চলেছে জয়কে। এক বছর আগেই শুটিং সম্পূর্ণ হয়ে গিয়েছিল সিরিয়ালটির। দেরি করে শুরু হচ্ছে সম্প্রচার।
মাঝে বিতর্কে জড়িয়েছিলেন জয় মুখোপাধ্যায়। অনেক বছর অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি। অভিযোগ উঠেছিল, তিনি নাকি সহ অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। আইনি পথেও গিয়েছিল ব্যাপারটা। গ্রেফতার হয়েছিলেন তিনি। বিতর্ক তুঙ্গে উঠতে জয়ের অভিনয় কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে তিনি যে হারিয়ে যাননি তার প্রমাণ পাওয়া গেল বিক্রম বেতাল সিরিয়ালেই। সংবাদ মাধ্যমকে জয় মুখোপাধ্যায় জানান, তিনি যে নির্দোষ সেটা আগেই আদালতে প্রমাণ হয়ে গিয়েছে। এই বিতর্ক তাঁর কেরিয়ারে কোনো প্রভাবই ফেলতে পারেনি। প্রযোজকদের নিজের পাশে পেয়েছিলেন জয়। শুধু একঘেয়েমি কাটাতেই এতদিন বিরতি নিয়েছিলেন তিনি।
সদ্য প্রকাশ্যে এসেছে বিক্রম বেতালের প্রোমো। প্রথম ঝলকেই বেশ চমক দিয়েছে নতুন সিরিয়ালটি।
নেটিজেনরাও খুশি নতুন সিরিয়াল পেয়ে। একজন লিখেছেন, ‘ছোটবেলার সেই গল্প ফিরছে টিভি তে। বইতে পড়া সেই গল্প’। অনেকে আবার পরামর্শও দিয়েছেন, ‘রাধাকৃষ্ণ’ সিরিয়ালটি রাত ১১ টার বদলে বিকেল পাঁচটায় দিতে পারত স্টার জলসা। বদলে বিক্রম বেতাল সিরিয়ালটি রাত ১১ টায় দেওয়া যেত।
বেতাল পঞ্চবিংশতি গল্পের অনুকরণেই তৈরি হতে চলেছে সিরিয়ালটি। আগামী ৫ সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি বিকেল পাঁচটার স্লটে দেখা যাবে বিক্রম বেতাল। যদিও কতগুলি পর্বে সিরিয়ালটি তৈরি হবে তা জানা যায়নি।