চরম বোকা বানানো হলো সবুজ মেরুন সমর্থকদের! মোহনবাগানের সামনে থেকে সরছে না এটিকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সরছে না এটিকে। আসন্ন আইএসএলে এটিকে মোহনবাগান নাম নিয়েই মাঠে নামবে সবুজ-মেরুন শিবির। দু’দিন আগেই আশঙ্কা করা হয়েছিল যে পুজোর উপহার হিসেবে এটিকে রিমুভ করে মোহন সমর্থকদের উপহার দিতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু সদ্য প্রকাশিত আইএসএল এর ক্রীড়াসূচী তেও অফিসিয়ালি এটিকে মোহনবাগান নামটাই দেখা গেল যা নিয়ে আবারো হতাশ সবুজ-মেরুন সমর্থকরা। অনেকেই অভিযোগ করছেন যে তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে দলের মালিক পক্ষ।

মোহনবাগানের সমর্থকদের কাঁটা ঘায়ে নুনের ছিটে পড়লো যখন জানা গেল যে আইএসএলে শুধুমাত্র ইস্টবেঙ্গল নামেই মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। আইএসএলের প্রকাশিত সূচিতে অফিসিয়ালি ইস্টবেঙ্গলকে শুধুমাত্র ইস্টবেঙ্গল নামেই উল্লেখ করা হয়েছে। আইএসএলে হয়তো লোগোর নিচের অংশের ফুটবল ক্লাব লেখা থাকবে। সেই ব্যাপারটি আগেই পরিষ্কার করে দিয়েছিল ইমামি গ্রুপ।

অনেক সবুজ-মেরুন সমর্থকই তর্কের সময় দাবী করে থাকেন যে এটিকে তাদের স্পন্সর। সেইজন্য তাদের নাম সামনে বসছে। কিন্তু বরাবরই আইএসএল কর্তৃপক্ষের তরফ থেকে বিনিয়োগকারীর নাম টুর্নামেন্টে নামার সময় ক্লাবের সঙ্গে রাখার অনুমোদন দেওয়া হয় না। গত দুই বছরে ইস্টবেঙ্গলের ইনভেস্টর এই ব্যাপারে একটি চমকপ্রদ ফন্দি বার করেছিলেন।

ইস্টবেঙ্গলকে তারা স্পোর্টস ক্লাব ইস্টবেঙ্গল নামে আইএসএলে রেজিস্টার করিয়েছিলেন। যা সংক্ষিপ্তরূপ হয় এসসি ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্টকেও সংক্ষেপে এসসি বলে ডাকা যায়। এই ভাবেই আইনের সাপকে মেরে নিজেদের প্রচারের লাঠিকে অক্ষত রেখেছিল ইস্টবেঙ্গলের প্রাক্তন ইনভেস্টর গোষ্ঠী. তবে এবারের ইনভেস্টর তেমন কিছু করবে বলে খবর এখনো অবধি নেই।

এসবের মধ্যেই বাংলার ফুটবলপ্রেমীরা মজেছেন আইএসএল এর ক্রীড়াসূচী নিয়ে। আসন্ন ৭ অক্টোবর ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ দিয়ে শুরু হবে আইএসএল যার লিগ পর্যায় শেষ হবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ হবে পাঁচ মাস ব্যাপী। ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান মরশুমের প্রথমবার মুখোমুখি হবে অক্টোবর মাসের ২৯ তারিখ, দ্বিতীয় ডার্বি আয়োজিত হবে ২৫ শে ফেব্রুয়ারি।

এটিকে মোহনবাগানের সূচি:
১০ই অক্টোবর ২০২২: এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি (সন্ধ্যা ৭.৩০)
১৬ই অক্টোবর ২০২২: কেরালা বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৯শে অক্টোবর ২০২২: এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৬ই নভেম্বর ২০২২: মুম্বই সিটি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
১০ই নভেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট (সন্ধ্যা ৭.৩০)
২০শে নভেম্বর ২০২২: এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৬শে নভেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ (সন্ধ্যা ৭.৩০)
৩রা ডিসেম্বর ২০২২: বেঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
৮ই ডিসেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (সন্ধ্যা ৭.৩০)
১৫ই ডিসেম্বর ২০২২: ওড়িশা বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৪শে ডিসেম্বর ২০২২: নর্থইস্ট বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৮শে ডিসেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া (সন্ধ্যা ৭.৩০)
১৪ই জানুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম মুম্বই (সন্ধ্যা ৭.৩০)
২১শে জানুয়ারি ২০২৩: চেন্নাইয়িন বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৮শে জানুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম ওড়িশা (সন্ধ্যা ৭.৩০)
৫ই ফেব্রুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু (সন্ধ্যা ৭.৩০)
৯ই ফেব্রুয়ারি ২০২৩: জামেশদপুর বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
১৪ই ফেব্রুয়ারি ২০২৩: হায়দরাবাদ বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
১৮ই ফেব্রুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম কেরালা (সন্ধ্যা ৭.৩০)
২৫শে ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)

ইস্টবেঙ্গলের সূচি:
৭ই অক্টোবর ২০২২: কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১২ই অক্টোবর ২০২২: ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (সন্ধ্যা ৭.৩০)
২০শে অক্টোবর ২০২২: নর্থইস্ট ইউনাইটেড বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
২৯শে অক্টোবর ২০২২: এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৪ঠা নভেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি (সন্ধ্যা ৭.৩০)
১১ই নভেম্বর ২০২২: বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৮ই নভেম্বর ২০২২: ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
২৭শে নভেম্বর ২০২২: জামশেদপুর এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৯ই ডিসেম্বর ২০২২: হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৬ই ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি (সন্ধ্যা ৭.৩০)
৩০শে ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধ্যা ৭.৩০)
৭ই জানুয়ারি ২০২৩: ওড়িশা বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৩ই জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম জামেশেদপুর এফসি (সন্ধ্যা ৭.৩০)
২০শে জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি (সন্ধ্যা ৭.৩০)
২৬শে জানুয়ারি ২০২৩: এফসি গোয়া বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৩রা ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (সন্ধ্যা ৭.৩০)
৮ই ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড (সন্ধ্যা ৭.৩০)
১২ই ফেব্রুয়ারি ২০২৩: চেন্নাইয়িন এফসি এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৯শে ফেব্রুয়ারি ২০২৩: মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
২৫শে ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর