বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে এক প্রকার অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করে চলেছে। গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। এর মাঝেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও স্বস্তি মেলেনি। আগামী দুদিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আবহাওয়া পরিবর্তনের কোনরকম পূর্বাভাস নেই। আবার অপরদিকে উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। এমনকি রেড অ্যালার্ট পর্যন্ত জারি করা হয়েছে কয়েকটি জেলায়।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৪০%
আজকের আবহাওয়া
আগামী দুই তিন দিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সকাল থেকেই রোদ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি অনুভূত হবে। এক্ষেত্রে কোথাও কোথাও বৃষ্টির কারণে তাপমাত্রা খানিকটা কমলেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৯%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
অন্যান্য বছরের তুলনায় এ বছর দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম। কখনো কখনো ভারী বৃষ্টিপাত হলেও অধিক সময়ই গুমোট গরমে ভুগেছে মানুষ। বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণে বৃষ্টিপাত এক প্রকার হয়নি বললেই চলে। এর মাঝে গতকাল বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিতে ভাসে দক্ষিণের একাধিক জেলা। আগামী কয়েকদিনে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। এক্ষেত্রে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
অপরদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্ষার প্রভাবে প্রথম থেকেই উত্তরের সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে এসেছে। বর্তমানেও দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ির মতো জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সাক্ষী রয়েছে মানুষ। কয়েকটি জেলায় ইতিমধ্যে রেড অ্যালার্ট পর্যন্ত জারি করা হয়েছে। আগামী কয়েক দিনেও একইভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামীকালের আবহাওয়া
আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। এক্ষেত্রে কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে জানা গিয়েছে।