জলের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন দুজন, কোলের সন্তানকে রেখে লাফ দিয়ে বাঁচালেন মহিলা

বাংলাহান্ট ডেস্ক : খালের জলের স্রোতে ভেসে যাচ্ছেন দুই ব্যক্তি। খালের পাড়ে সেই ঘটনা দাঁড়িয়ে দেখছেন অজস্র মানুষ। কিন্তু কেউই ওই ভেসে যাওয়া দুই ব্যক্তিকে উদ্ধারের জন্য যাচ্ছেন না। এমন ভয়ানক দৃশ্য দেখে নিজেকে আর সামলে রাখতে পারলেন না এক মহিলা। কোলের শিশুকে মাটিতে রেখে ঝাঁপ দিলেন সেই স্রোতে। এরপর কোন রকমে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেন এক ব্যক্তিকে। ভোপালে বৃহস্পতিবার সন্ধ্যার এমন একটি ঘটনা অবাক করে দিয়েছে অনেককেই।

জানা গেছে সাহসী এই মহিলার নাম রবিনা। তার বয়স ৩২। নাজিরাবাদের এসএইচও (স্টেশন হাউস অফিসার) রবিনাকে এই সাহসিকতার জন্য সম্মানিত করেছেন। সংবাদ সুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, জিতেন্দ্র ও রাজু আহিরওয়ার নামের দুজন যুবক খাজুরিয়া গ্রামে সয়াবিনের খেতে রাসায়নিক স্প্রে করতে গিয়েছিলেন। সেই জায়গায় রয়েছে একটি খাল। সেই খাল পারাপার করার সময় জলের তীব্র বেগে ভেসে যাচ্ছিলেন তারা।

ওই সময় খালের কাছেই উপস্থিত ছিলেন রবিনা। এক শিশুপুত্র কোলে ছিল তার। রাজু ও জিতেন্দ্রকে ডুবে যেতে দেখে নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। নিজের কোলের সন্তানকে মাটিতে রেখে ঝাঁপ দেন খালের জলে। এরপর তিনি সাঁতরে উদ্ধার করেন জিতেন্দ্রকে। জিতেন্দ্র কে ডাঙ্গায় তুলে এরপর তিনি যান রাজুকে উদ্ধার করতে। কিন্তু ততক্ষণে অনেকটাই জলের তোড়ে ভেসে চলে গেছেন রাজু। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।jpg 20220905 130039 0000

রাজুকে বাঁচাতে না পারার আফসোস যাচ্ছে না রবিনার মন থেকে। আক্ষেপের সুরে তিনি বলেন, “ওখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সবাই দেখছিলেন যে দুটো মানুষ ডুবে যাচ্ছে। তাদের মধ্যেই কেউ যদি সাহায্য করতেন তাহলে দুজনকেই বাঁচানো যেত।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর