২ মিনিটের সস্তা প্রচার পেতে নিজেদের শিক্ষার পরিচয় দিচ্ছে নিন্দুকরা! ক্ষমা চেয়েও দম্ভ বজায় রাখলেন সুদীপা

বাংলাহান্ট ডেস্ক: সুদীপা চট্টোপাধ‍্যায়ের (Sudipa Chatterjee) সঙ্গে ‘বিতর্ক’ শব্দটি ওতপ্রোত ভাবে জড়িত। সোশ‍্যাল মিডিয়ায় তাঁর বেফাঁস মন্তব‍্য প্রায়ই বিপদ ডেকে আনে। তাঁর পোস্টের ধরণ ধারণ পছন্দ করেন না অনেকেই। কিছুদিন আগে ফুড ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়দের অসম্মান করে সমালোচনার শিকার হন সুদীপা।

সুদীপার বিতর্কিত পোস্টটিতে লেখা ছিল, ‘আমি শুধু জানতে চাই- সুইগির একজন ডেলিভারি বয়-ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছতে পারে না? আর ফোন করে কেন বলেন- “আমি আসছি, আপনি গেটটা খুলুন?” আমি কি দারোয়ান, যে গেট খুলবো?’

Sudipa 2 1
পোস্টটি ভাইরাল হয়ে পড়াতে এবং তীক্ষ্ণ বাক‍্যবাণ উড়ে আসাতে ডিলিটও করেছিলেন সুদীপা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। নেটনাগরিক থেকে তারকা কেউ বাদ যায়নি সুদীপাকে তুলোধনা করতে। অহংকারী, স্বার্থান্বেষী, দাম্ভিক এমন বহু বিশেষণ শুনতে হয়েছিল তাঁকে। পালটা ডাঁটের সঙ্গে উত্তরও দিয়েছিলেন সঞ্চালিকা। কিন্তু তাতে বিতর্ক কমার বদলে আরো বেড়েছে।

অবশেষে আজ শিক্ষক দিবসে ক্ষমা প্রার্থনা করে একটি বিবৃতি প্রকাশ করলেন সুদীপা। যদিও সে বিবৃতির সুর দেখে অনেকেরই বক্তব‍্য, নিজের দম্ভ এতটুকুও ছাড়েননি তিনি। সুদীপা লিখেছেন, ‘আপনারা সকলে আমার শিক্ষক/শিক্ষিকা। আজকের দিনে- আপনাদের যত শাসন করেছেন- সব আমার মাথায় আশীর্বাদ হয়ে ধরে পড়ুক।’

বিবৃতিতে লেখা, ‘আপনারা কেউ বুঝতেই পারেননি যে আমার পোস্টটা ডেলিভারি বয়দের জন‍্য নয়, বরং সংস্থাটির পলিসির ব‍্যাপারে ছিল। ওদের একটি অপশন রয়েছে ফোন না করার। তবুও ওদের ডেলিভারি বয় যেকোনো ছোটখাট কারণে ফোন করে। আর এটা যে কারোর কাছেই বিরক্তিকর সে সেলিব্রিটি হোক বা না হোক। তাছাড়া অ্যাপে এমন কোনো অপশন নেই যে দরজা খুলে রেখে অর্ডারের জন‍্য অপেক্ষা করতে হবে। আমি যা লিখেছি তাতে কোনো ডেলিভারি বয়কে অসম্মান করিনি। তারা শুধু নিজের সংস্থার প্রতিনিধি। তাহলে অসম্মানটা কোথায় করলাম?’

এরপরেই স্বরূপ ধারণ করেছেন সুদীপা। নিন্দুকদের সরাসরি আক্রমণ করে তিনি অভিযোগ করেছেন, তাদের সম্মিলিত ঘৃণা, প্রতিহিংসা বিনা কারণে এভাবে উগরে দিচ্ছেন। নিজেদের নিম্ন মানসিকতার পরিচয় দিয়ে অন‍্যদের ছোট করে বিকৃত সুখ লাভ করছেন নিন্দুকরা। ২ মিনিটের সস্তা প্রচার পেতে এসব করে কিন্তু নিজের শিক্ষার পরিচয়ও দিচ্ছেন নেটিজেনরা, মনে করিয়ে দিয়েছেন সুদীপা।

Sudipa
সবশেষে তিনি এও লিখেছেন, কাউকে ভুলবশত আঘাত করে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। মা আসছেন, তাই সকলে মিলে নিজেদের অন্তরের খারাপটাকে ধ্বংস করে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন সুদীপা।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর