বিদায়বেলায় ঝোড়ো ইনিংস বৃষ্টির, ভিজবে পাহাড়, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ?

বাংলাহান্ট ডেস্ক : শহরে পুজোর রেশ। নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে সাদা পেঁজা তুলোর মতো মেঘ। আবার এরই মধ্যে মাঝে মাঝেই মুষলধারায় নামছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস আজ থেকেই গোটা রাজ্যে কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অক্ষরেখা (Weather forecast) তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যার জেরে পুজোর আগে আবারও একবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকুলের জেলাগুলিতে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%

আজকের আবহাওয়া : কলকাতায়  আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে শহরের কোনও কোনও অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বাড়ায় সরাদিনই চূড়ান্ত অস্বস্তি বজায় থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। কাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে হয়েছে ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় সেখানে অবশ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দু-এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কিন্তু স্বস্তি ফিরবে না। বরং বাড়বে ঘাম। বাড়বে অস্বস্তিও।

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলায়। তার পর থেকেই কমবে বৃষ্টি। বাড়বে তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণও।

Sudipto

সম্পর্কিত খবর