ক্ষয়িষ্ণু পাকিস্তানে ভারতের জয়ধ্বনি, প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রতিবেশী দেশ! রইল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মুখে এবার ভারতীয় অর্থনীতির প্রশংসা! বিশ্ব অর্থনীতিতে IMF র‍্যাঙ্কিংয়ের নিরিখে ভারতকে পঞ্চম স্থান দেওয়ায় পাকিস্তানি মিডিয়া ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছে। পাকিস্তানের মিডিয়ার তরফে বলা হয়েছে, ১০ বছর আগে ভারত অর্থনীতির দিক থেকে ১১ নম্বরে ছিল, সেখানে এখন পাঁচ নম্বরে। এটি স্পষ্টভাবে দেখায় যে ভারতে উন্নয়ন খুব দ্রুত ঘটছে।

পাকিস্তানি গণমাধ্যম একটি খবরে বলেছে, ভারত, পাকিস্তান ও চীন একসঙ্গে কাজ করলে সবাই খুব দ্রুত উন্নতি করতে পারবে। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়েও পাকিস্তানের গণমাধ্যমে চলছে তুমুল আলোচনা। পাকিস্তানি গণমাধ্যম ভারতের অর্থনীতি সম্পর্কে জানিয়েছে, ভারত শীঘ্রই বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে। পাকিস্তানে বন্যার জন্য শাহবাজ শরিফের সরকারের কঠোর সমালোচনাও করেছে পাকিস্তানি গণমাধ্যম।

পাশাপাশি পাকিস্তানি গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের জনগণের মানসিক স্থিতি এখন ভেঙে পড়েছে। সরকার হয়ে গেছে জীবন্ত লাশের মতো, যারা শুধু নিজেদের টেনে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে আইএমএফের সতর্কবার্তা নিয়ে শাহবাজ শরিফকে আক্রমণ করেছে পাকিস্তানি গণমাধ্যম। গণমাধ্যম গুলিতে বলা হচ্ছে সরকারের উচিত আইএমএফের সতর্কতা মেনে চলা।

প্রসঙ্গত পাকিস্তানের অর্থনীতি এখন ডুবন্ত সূর্য। বিপুল পরিমাণ ঋণের বোঝা পাকিস্তানের অর্থনীতির ভিতকে একেবারে ভঙ্গুর করে দিয়েছে। চড়া দ্রব্যমূল্য বৃদ্ধি ও একাধিক দুর্নীতিতে জর্জরিত পাকিস্তান সরকার। তারই মধ্যে নতুন করে বন্যা পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে পাকিস্তান সরকারের। এমন অবস্থায় বিশ্ব অর্থনীতিতে ভারতের পঞ্চম স্থানে উঠে আসা রীতিমতো হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের কাছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর