২৮০ টনের গ্রানাইট, ২৬০০ ঘণ্টা পরিশ্রম! MBA করে চাকরি ছাড়া ব্যক্তি বানিয়েছেন নেতাজির সুবিশাল মূর্তি

বাংলাহান্ট ডেস্ক : দিল্লির (Delhi) রাজপথের নতুন নাম ‘কর্তব্য পথ’ (Kartavya Path)। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ‘কর্তব্য পথ’-এর উদঘাটন করবেন। একই সঙ্গে ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhas Chandra Bose) মূর্তিরও উন্মোচন করা হবে আজই। নেতাজির এই মূর্তি (Statue of Netaji) ২৮০ মেট্রিক টন গ্রনাইট পাথরের উপর খোদিত হয়েছে।

সুবিশাল এই মূর্তির কারিগর ২৬০০ ঘন্টার নিরলস পরিশ্রমের পর এই রূপ দিয়েছেন। ২৮০ মেট্রিক টন ওজনের মূর্তি খোদাই করে বর্তমানে ৬৫ মেট্রিক টন ওজনে নিয়ে আসা হয়েছ। ভারত সরকারের সংষ্কৃতি মন্ত্রক সূত্র জানা যাচ্ছে, কালো রঙের গ্রনাইট পাথরে তৈরি ২৪ ফুট উঁচু এই মূর্তি ইন্ডিয়া গেটের কাছে একটি আচ্ছাদনের নিচে স্থাপন করা হবে।

সংস্কৃতি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, নেতাজি সুভাষ চন্দ বসুর এই মূর্তি অত্যাধুনিক পদ্ধতিতে সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে। অরুণ যোগিরাজের নেতৃত্বে একদল কারিগর এই মূর্তি তৈরি করেছেন। এই বিশালাকৃতির গ্রানাইট পাথরটিকে তেলেঙ্গানার খাম্মাম থেকে দিল্লিতে আনা হয়। খাম্মাম থেকে দিল্লির দুরত্ব ১৬৬৫ কিলোমিটার। এই পাথরটিকে তুলে আনতে ১০০ ফুট লম্বা ১৪০ চাকাওয়ালা বিশেষ পদ্ধতিতে নির্মিত এক ট্রাকের সাহায্য নেওয়া হয়।

কে এই অরুণ যোগিরাজ?

নেতাজির এই মূর্তির তৈরির প্রধান কারিগর হলেন অরুণ যোগিরাজ। তিনি পেশাগত ভাবে একজন MBA। কিন্তু পারিবারিক পাঁচ প্রজন্ম ধরে তাঁরা ভাস্কর। অরুণের বাবা গায়ত্রী এবং ভুবনেশ্বরী মন্দিরে কাজ করেছেন। ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে অরুণ একটি বেসরকারি সংস্থায় চাকরিও করতেন। কিন্তু ২০০৮ সালে ভাস্কর হওয়ায় নেশায় চাকরি ছেড়ে দেন। এরপরই উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের জগৎ গুরু শংকরাচার্যের সমাধিস্থলে তাঁর প্রতিমার নির্মাণকার্যও তিনিই করেন।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রনালয় সূত্রে জানা যাচ্ছে নেতাজির মূর্তি উন্মোচনের সময় ‘কদম কদম বাড়ায়ে যা’ গানের কলি বাজবে। ৫০০ জন নৃত্যশিল্পী নতুন কর্তব্য পথে নৃত্য প্রদর্শন করবেন। এছাড়াও থাকছে বিভিন্ন আদিবাসী নৃত্য প্রদর্শনও।

Sudipto

সম্পর্কিত খবর