বাংলাহান্ট ডেস্ক: দু দুটো মামলায় গ্রেফতার কামাল আর খান (Kamal R Khan)। প্রবাসী ২৩ বছরের ছেলে পড়েছে মহা আতান্তরে। বাবাকে ছাড়া ভাইবোন কোথায় যাবে? কেআরকের উপরে অত্যাচার করা হচ্ছে, অভিযোগ তুলে সাহায্যের জন্য অভিষেক বচ্চন এবং রিতেশ দেশমুখের কাছে কাতর আর্জি জানিয়েছে ফয়জল।
প্রয়াত অভিনেতা ইরফান খান এবং ঋষি কাপুর সম্পর্কে অসম্মানজনক টুইট এবং এক তরুণী অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খানকে। দুটোই কয়েক বছরের পুরনো মামলা। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন কেআরকে।
তাঁর ছেলে ফয়জল লন্ডনে থেকে পড়াশোনা করছে। ২৩ বছর বয়সী ফয়জল এদিন বাবার টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে লেখেন, ‘আমি কেআরকের ছেলে ফয়জল কামাল। কিছু মানুষ মুম্বইয়ে অত্যাচার করে মেরে ফেলার চেষ্টা করছে বাবাকে। আমার বয়স মাত্র ২৩ বছর, লন্ডনে থাকি। আমি জানিনা বাবাকে কীভাবে সাহায্য করব। আমি অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ এবং দেবেন্দ্র ফড়নবীশ জির কাছে অনুরোধ করছি আমার বাবার প্রাণ বাঁচাতে। আমি আর আমার বোন বাবাকে ছাড়া বাঁচব না।’
ফয়জলের টুইটের উত্তরে নানান মন্তব্য করেছেন নেটনাগরিকরা। কেউ তাঁকেই পরামর্শ দিয়েছেন, বাবাকে বোঝাতে যে বুঝেশুনে টুইট করতে। আবার কয়েকজন সহানুভূতিও দেখিয়েছেন। ‘স্ট্যান্ড উইথ কেআরকে’ ট্রেন্ড শুরু হয়েছে।
I am KRK’ son Faisal Kamaal. Some people are torturing to kill my father in Mumbai. I am just 23years old living in London. I don’t know how to help my father. I request @juniorbachchan @Riteishd and @Dev_Fadnavis ji to save my father’s life. Me n my sister will die without him.
— KRK (@kamaalrkhan) September 8, 2022
কেআরকের গ্রেফতারি নিয়ে বলিউডের কারোর মুখেই কোনো মন্তব্য শোনা যায়নি, শত্রুঘ্ন সিনহা বাদে। বলিউডের বিরুদ্ধে মুখ খোলার জন্য নাকি ষড়যন্ত্রের শিকার হয়েছেন কেআরকে, দাবি শত্রুঘ্নর। টুইটে তিনি লেখেন, ‘সবার সবসময় মনে রাখা উচিত যে প্রবল বিরোধিতা সত্ত্বেও পরিশ্রম করে স্ব প্রতিষ্ঠিত কেআরকে। ঈশ্বরের আশীর্বাদ ওঁর সঙ্গে রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সমাজেও তিনি নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন।’
তিনি আরো লেখেন, ‘কেআরকের সবথেকে বড় সম্পত্তি, ওঁর আত্মবিশ্বাস। কোনো ভয় ছাড়াই কথা বলেন তিনি। নিজের মনের কথা বলতে কখনো ভয়ে কাঁপতে দেখা যায় না তাঁকে। অনেকের পছন্দ না হলেও তাঁর তো বাক স্বাধীনতা আছে।’ কেআরকে যাতে দ্রুত সঠিক বিচার পান সেই কামনাও করেছেন শত্রুঘ্ন।