বাংলা হান্ট ডেস্কঃ ‘অন্যায় কিছু করেছি নাকি? শুধু দেখতে থাকুন’, স্বমহিমায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গতকালই গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া কেষ্টর পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার ঠিক একদিনের মধ্যেই মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হলেন তৃণমূল নেতা আর এ সকল ইস্যুগুলিকে হাতিয়ার করেই অনুব্রতর দাবি, “শুধু দেখতে যান .. আর দেখতে যান।”
উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন তিনি। অবশ্য তা সত্ত্বেও দমতে নারাজ কেষ্ট। এদিন মঙ্গলকোট বিস্ফোরণের মামলায় বেকসুর খালাস হওয়ার পর পুনরায় একবার খোশ মেজাজ ধরা দিলেন তিনি।
বলে রাখা ভালো, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই ‘প্রিয়’ কেষ্টর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে অতীতে তৃণমূল নেতার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সেই ধারা বজায় রেখে গতকাল মমতা বলেন, “অনুব্রতকে জেলে ঢুকিয়ে ভেবেছে বীরভূমে লোকসভা নির্বাচনে জয়লাভ করবে। অথচ বিজেপির এই স্বপ্ন কোনদিন সফল হবে না। অনুব্রতকে বীরের সম্মান দিয়ে জেল থেকে ছাড়ানো হবে।”
বিশেষজ্ঞদের মতে, একদিকে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা আর অপরদিকে এদিন বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হওয়ায় আত্মবিশ্বাস বেশ খানিকটা বেড়ে গিয়েছে অনুব্রতর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, “সত্যের জয় হল। ২০১০ সালে আমার এবং আরো বহুজনের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছিল। আজ সবাইকেই বেকসুর খালাস করা হয়েছে।” একইসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আমি অন্যায় কিছু করেছি নাকি? দেখতে থাকুন শুধু।”
উল্লেখ্য, ২০১০ সালে ৫ ই মার্চ মঙ্গলকোট থানা সংলগ্ন মল্লিকপুর গ্রামে একটি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। ওই ঘটনায় কেবুলাল শেখ নামে এক ব্যক্তি জখম হন। পরবর্তীতে পুলিশের তদন্তে উঠে আসে অনুব্রত মণ্ডল সহ আরো অনেক তৃণমূল নেতার নাম। উল্লেখ্য, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এক্ষেত্রে বাম পুলিশের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ একাধিকবার সামনে আনেন অনুব্রত আর এদিন সেই মামলাতেই বিধাননগর এমপি এমএলএ কোর্ট থেকে অবশেষে বেকসুর খালাস হলেন তিনি।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…