বিরাট কোহলি ছাড়া আর কারোর পক্ষে এটা সম্ভব ছিল না, বিস্ফোরক বয়ান গৌতম গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় মহাতারকা বিরাট কোহলি অবশেষে নিজের ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়েছেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটি করেছেন এবং তিনি চলতি এশিয়া কাপের ম্যাচে ভারতের সর্বোচ্চ রানস্কোরার হিসাবে প্রতিযোগিতাটি শেষ করেছেন। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কোহলি অধিনায়ক লোকেশ রাহুলের সাথে ওপেন করতে এসেছিলেন। কারণ নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। ওপেন করতে নেমে কোহলি ৬১ বলে ১২২ রানের অতিমানবিক একটি ইনিংস খেলেন।

রাহুল এবং কোহলির মধ্যে গতকাল ১১৯ রানের ওপেনিং পার্টনারশিপ হয় যেখানে রাহুল ৪১ বলে ৬২ রান করেছেন। ওই পার্টনারশিপের দৌলতে ভারত স্কোরবোর্ডে ২১২ রান তোলে। এরপর ভুবনেশ্বর কুমার বল হাতে পাঁচ উইকেট তুলেছেন এবং ভারত আফগানিস্তানকে ১০১ রানের ব্যবধানে পরাস্ত করে। ম্যাচের পর কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর।

গম্ভীর কোহলির দীর্ঘদিন পরে করা শতরান প্রসঙ্গে বলেছেন, “তিন বছর একটা দীর্ঘ সময়ের ব্যবধান। এটা তিন মাস নয় যে দ্রুত কেটে গিয়েছে। আমি বিরাটের সমালোচনা করার চেষ্টা করছি না, কিন্তু এটা সত্যি যে ও আগে এতকিছু করেছে দেশের জন্য যে এই কঠিন সময়েও তাকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবতে পারেনি কেউ। তিন বছরে সেঞ্চুরি না পেলে অন্য কোনো টপ অর্ডারের ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে পারতো না।”

virat kohli 71st

তিনি আরও বলেছেন, “অবশেষে অপেক্ষা শেষ হয়েছে এবং একদম সঠিক সময়ে ফর্মে ফিরেছে বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের দোরগোড়ায় কড়া নাড়ছে এবং এই একটি সেঞ্চুরি পেয়েছে তার পিঠ থেকে যাবতীয় চাপ সরিয়ে দেবে। তবে আমার মনে হয় না ড্রেসিংরুমের কেউ পারফরম্যান্সে না করে তিন বছর দলে থাকতে পারত। অশ্বিন, রাহানে, রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররাও দল থেকে বাদ পড়েছেন। এটা শুধুমাত্র বিরাট কোহলি বলেই সম্ভব হয়েছে এবং তিনি নিজে এই জায়গাটা অর্জন করেছেন।

ইতিমধ্যে গম্ভীর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড বেছে নিয়েছেন যেখান থেকে ভুবনেশ্বর কুমারকে বাদ দিয়ে তিনি গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুরন্ত পারফরম্যান্সে করা তরুণ বাঁ-হাতি পেসার মহসিন খানকে বেছে নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গম্ভীরের বেছে নেওয়া ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশভ পন্থ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহসিন খান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর