বাংলা হান্ট ডেস্ক: এবার এক নজিরবিহীন রেকর্ড তৈরি করল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। জানা গিয়েছে ট্রায়াল চলাকালীন এবার মাত্র ৫২ সেকেন্ডে প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম হয়েছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। শুধু তাই নয়, একইসাথে বুলেট ট্রেনের রেকর্ডকেও ভেঙেছে বন্দে ভারত। পরিসংখ্যান অনুযায়ী, এই গতি অর্জন করতে বুলেট ট্রেনের সময় লাগে ৫৪.৬ সেকেন্ড। পাশাপাশি, পুরোনো বন্দে ভারত এক্সপ্রেসের গতিবেগ সর্বোচ্চ ১৬০ কিলোমিটার হলেও নতুন বন্দে ভারতের গতিবেগ প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
জানা গিয়েছে, ২০২৩ সালের আগস্টের মধ্যে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেল। এমতাবস্থায়, গত শুক্রবার আহমেদাবাদ-মুম্বইয়ের মধ্যে নতুন বন্দে ভারত ট্রেনের ট্রায়াল সম্পন্ন হয়। আহমেদাবাদ থেকে মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত ৪৯২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি ৫ ঘন্টা ১০ মিনিট সময় নেয়।
অপরদিকে, আহমেদাবাদ থেকে মুম্বাই সেন্ট্রাল পৌঁছতে শতাব্দী এক্সপ্রেস ৬ ঘন্টা ২০ মিনিট সময় নেয়। মূলত, নতুন ট্রেনটি আহমেদাবাদ থেকে সকাল ৭ টা ৬ মিনিটে ছেড়ে মাত্র ২ ঘন্টা ৩২ মিনিটে সুরাটে পৌঁছে যায়। যেখানে শতাব্দী এক্সপ্রেসের এই সময় লাগে ৩ ঘন্টা।
বাণিজ্যিকভাবে চলতে প্রস্তুত: এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, নতুন ট্রেনটি মাত্র ১৩০ সেকেন্ডেই ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে। যদিও পুরোনো সংস্করণের ট্রেনগুলি এই গতি অর্জন করতে ১৪৬ সেকেন্ড সময় নেয়। তিনি আরও বলেন, “রেলওয়ের লক্ষ্য হল অক্টোবর থেকে বন্দে ভারত ট্রেনের নিয়মিত উৎপাদন শুরু করে প্রতি মাসে দুই থেকে তিনটি ট্রেন তৈরি করা। যা আগামী মাসগুলিতে পাঁচ থেকে আটটি করা হবে। তবে, এই নতুন ট্রেনটি সমস্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে এবং বাণিজ্যিকভাবে চালানোর জন্যও প্রস্তুত।”
Vande Bharat Express – The Pride of 'Make in India' Vision, making trail runs between Ahmedabad – Mumbai – Ahmedabad.#VandeBharat pic.twitter.com/cATFncoCkF
— Darshana Jardosh (@DarshanaJardosh) September 9, 2022
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বৈষ্ণব বলেন, নতুন ট্রেনে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি, নতুন ট্রেনটি যাতে দ্রুত চলতে পারে সেদিকে লক্ষ্য রেখে সেটির ওজন প্রায় ৩৮ টন পর্যন্ত কমানো হয়েছে বলে জানান তিনি। মূলত নতুন বন্দে ভারত ট্রেনে ভ্যাকুয়াম ভিত্তিক বায়ো টয়লেট, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর, জিপিএস মারফত তথ্য ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা সহ একাধিক সুবিধা রয়েছে। এছাড়াও, রেলমন্ত্রী বলেন যে, ফটোক্যাটালিটিক এয়ার পিউরিফায়ার সিস্টেম নতুন বন্দে ভারত ট্রেনকে করোনা সহ সমস্ত বায়ুবাহিত রোগ থেকে মুক্ত রাখবে।