৫০০০ শূন্যপদে নিয়োগ করছে SBI, মিলবে মোটা টাকা বেতনও! এভাবে করে ফেলুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : গত দুবছর ধরে করোনা পরিস্থিতির ঝেরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে আর্থিক মন্দা। লাফিয়ে লাফিয়ে বেড়েছে বেকারত্বের সংখ্যা। তবে, বর্তমানে যোগ্যতাসম্পন্ন বেকার যুবক যুবতীর জন্য এক দুর্দান্ত সুখবর এল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( এসবিআই ) ব্যাঙ্কের করণিক ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। যোগ্য প্রার্থীরা 27 সেপ্টেম্বর, 2022 পর্যন্ত ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট bank.sbi/careers এবং sbi.co.in- এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন । জানা গেছে, প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে নভেম্বর মাসে ও মেনস পরীক্ষা হবে ডিসেম্বর বা জানুয়ারিতে।

•গুরুত্বপূর্ন তারিখ:

•আবেদন প্রক্রিয়া শুরু : সেপ্টেম্বর 07, 2022 ।
•আবেদন প্রক্রিয়া শেষ: সেপ্টেম্বর 27, 2022 ।

•এসবিআই ক্লার্ক নিয়োগ 2022-এর জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীরা 27 সেপ্টেম্বর, 2022 পর্যন্ত ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in- এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অন্য কোনও পদ্ধতির আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইট https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers এ রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস 2022-এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে।

SBI 4

•SBI ক্লার্ক নিয়োগ 2022-এর জন্য আবেদন ফি:

•SC/ST/PwBD/ESM/DESM : নেই ।
•সাধারণ/ওবিসি/ইডব্লিউএস: 750 টাকা ।

•এসবিআই ক্লার্ক যোগ্যতা:

একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা।

•বয়স সীমা :

01.08.2022 তারিখে 20 বছরের কম নয় এবং 28 বছরের বেশি নয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর