ব্যাগ,জুতো,লিপস্টিক থেকে বেরোবে গুলি! নারী সুরক্ষায় অত্যাধুনিক গ্যাজেট তৈরি যুবকের

বাংলাহান্ট ডেস্ক : নারী সুরক্ষায় বেশ কিছু অত্যাধুনিক গ্যাজেট তৈরি করে তাক লাগিয়ে দিলেন উত্তরপ্রদেশের এক যুবক। তার এই আবিষ্কার মন কেড়ে নিয়েছে অনেকের। তার তৈরি ব্যাগ, লিপস্টিক ও জুতোর নতুন নকশা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই তিনটি প্রসাধনী সামগ্রীর ভিতরেই আছে গুপ্ত বন্দুক।কোনো মহিলা এই তিনটির মধ্যে যেকোনো একটি কাছে রাখলেই বিপদের সময়ে ব্যবহার করে সুরক্ষা লাভ করতে পারবেন।

উত্তর প্রদেশের বাসিন্দা শ্যাম চৌরাসিয়া তৈরি করেছেন বন্দুক যুক্ত অত্যাধুনিক ব্যাগ,লিপস্টিক ও জুতো। শ্যাম যে ব্যাগটি তৈরি করেছেন তার একদিকে রয়েছে একটি বন্দুকের নল। অন্যদিকে একটি লাল বোতাম। বিপদে পড়লে কোন মহিলা যদি সেই লাল বোতামটি টেপেন তাহলে সশব্দে গুলির আওয়াজ হবে।

জানা গিয়েছে, এই বন্দুক থেকে সত্যিই গুলি না বেরোলেও শব্দের কারণে আশপাশের লোকজন মহিলার বিপদ সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি তার তৈরি লিপস্টিক ও জুতোতেও বন্দুকের নকশা ব্যবহার করেছেন শ্যাম। এক্ষেত্রে একটি লাল বোতামে চাপ দিলেই শুরু হবে বন্দুকের আওয়াজ। এছাড়াও কোন মহিলা যদি বিপদে পড়েন তাহলে সঙ্গে সঙ্গে বোতাম টেপার পর ১১২ নম্বরে ফোন চলে যাবে।jpg 20220912 124126 0000

শ্যাম জানান তার সৃষ্ট ডিভাইসগুলি ব্লুটুথ এর মাধ্যমে কানেক্ট করা যাবে ফোনে। এছাড়াও সেগুলি চার্জ দেওয়া যাবে। এই ডিভাইস গুলোতে একবার চার্জ দেওয়ার পর ১৪ দিন মত ব্যবহার করা যায়। আপাতত ২৪৯৭ টাকা দাম ধার্য্য হয়েছে এই ডিভাইস গুলির।আব্দুল কালাম ইউনিভার্সিটি সহায়তায় শ্যাম এই ডিভাইস গুলি বাজারজাতকরণ এর চেষ্টা চালাচ্ছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর