জ্ঞানব্যাপী নিয়ে ভুল কিছু হলে গোটা দেশে রক্ত ঝরবে! হুমকি বাবরির প্রাক্তন ইমামের

বাংলাহান্ট ডেস্ক : শৃঙ্গার গৌরী-জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Masjid) মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাবরি মসজিদের প্রাক্তন ইমাম হাজী মেহবুব। সম্প্রতিক ঘটনাগুলি নিয়ে তিনি যে প্রচন্ড ক্ষুব্ধ তা ব্যাক্ত করেন এদিন। তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএসএস (RSS)-এর সঙ্গে হাতে হাত মিলিয়ে বিজেপি সরকার যদি সব কিছু ভুল সিদ্ধান্ত নেয় তাহলে গোটা দেশে রক্ত ঝরবে।

সম্প্রতি উত্তরপ্রদেশের বারানসি জেলা আদালত জ্ঞানবাপী মসজিদ নিয়ে এক গুরুত্বপূর্ণ রায় দান করেছে। এই রায়ে স্পষ্ট ভাবে দুই রকম প্রতিক্রিয়া উঠে আসছে। একদিকে হিন্দু আনন্দে মিষ্টি বিতরণ করছে। বারবার ধ্বনি উঠছে ‘হর হর মহাদেব’ বা ‘জয় শ্রীরাম’। কিন্তু অপরদিকে এই রায়কে কোনও ভাবেই মেনে নিতে পারছেন না মুসলিম পক্ষ। এরপরই হাজী মেহবুব রীতিমতো হুমকি দিয়ে বলেন, ‘জ্ঞানবাপী মসজিদ ছিল, আছে এবং থাকবে। আমরা এই রায় মানি না। সর্বোচ্চ আদালতে যাব আমরা। জ্ঞানবাপী মসজিদে ভুল কিছু হলে সারা দেশে রক্ত ঝরবে।

রাম মন্দির নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মেহবুব। তিনি বলেন, ‘অযোধ্যার বিষয় আলাদা ছিল। আমরা সেখানে আদালতের নির্দেশ মেনে চুপ ছিলাম। সেই সমস্যা মিটে গেছে। জ্ঞানবাপী মসজিদ নিয়েও যদি এমন কিছু হয় আমরা চুপ থাকব না।’

736520 649556 babrimasjid 1079x720 1

এদিকে, মঙ্গলবার সিপিএম জানায় জ্ঞানবাপী মন্দির নিয়ে বারাণসী আদালত যে রায় দিয়েছে তা সম্পূর্ণ ভাবে উপাসনা স্থান আইম ১৯৯১ সালের পরিপন্থী। বামেরা এই রায় পাক্ষপাত বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে ১৯৯১ সালের সেই আইন সমস্ত রকম ধর্মীয় দাঙ্গাকে বন্ধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়। তারা দাবি করে বিজেপি ইচ্ছাকৃত ভাবে ইতিহাসকে কাটা ছেঁড়া করে যাতে সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা যায়।

জ্ঞানবাপী মসজিদ মামলা নিয়ে সম্প্রতি এল রায়ে বারাণসী জেলা আদালত হিন্দু পক্ষের আবেদনকে স্বীকার করে নেয়। অপরদিকে খারিজ করা হয় মুসলিম পক্ষের রায়কে। জ্ঞানবাপী মসজিদে শৃঙ্গার গৌরীর পূজা করা নিয়ে আদালতে মামলা দায়ের করেন একদল মহিলা। তারপর থেকেই এই মসজিদ নিয়ে বৃদ্ধি পায় ধর্মীয় উত্তাপ।

Sudipto

সম্পর্কিত খবর