পাকিস্তানকে ৩,৫৭৯ কোটি টাকার সাহায্য করা নিয়ে প্রকাশ্যে এল আমেরিকার বয়ান

বাংলা হান্ট ডেস্ক: এবার জো বাইডেন প্রশাসন (Joe Biden Administration) ভারতের পড়শি দেশ পাকিস্তানকে (Pakistan) ৪৫ কোটি ডলার বা ভারতীয় মূল্যে প্রায় ৩,৫৭৯ টাকার সামরিক সহায়তা (Military Support) প্রদানের পদক্ষেপকে অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি, তারা জানিয়েছে যে, F-16 যুদ্ধবিমান কর্মসূচি আমেরিকা-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

“সন্ত্রাসবিরোধী অভিযানে সাহায্য করা হবে”, আমেরিকা: এই প্রসঙ্গে মার্কিন সরকার জানিয়েছে যে, এই যুদ্ধবিমানের বহর পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় সহায়তা করবে। এমতাবস্থায় জানিয়ে রাখি যে, জো বাইডেন প্রশাসন গত ৮ সেপ্টেম্বর F-16 যুদ্ধবিমানগুলির জন্য পাকিস্তানকে ৪৫ কোটি ডলার অর্থাৎ প্রায় ৩,৫৭৯ কোটি টাকার সহায়তার ক্ষেত্রে অনুমোদন করেছিল।

৪ বছরের মধ্যে পাকিস্তানকে বড় ধরণের নিরাপত্তার সহায়তা: উল্লেখ্য যে, গত চার বছরে ইসলামাবাদকে ওয়াশিংটনের পক্ষ থেকে এটাই প্রথম বড় নিরাপত্তা সংক্রান্ত সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রসঙ্গে মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস (Ned Price) সাংবাদিকদের বলেন, “আমরা সম্প্রতি কংগ্রেসকে (পার্লামেন্ট) জানিয়েছি যে, আমরা পাকিস্তান বিমান বাহিনীর F-16 বিমানের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সহায়তা করার লক্ষ্যে ৪৫ কোটি ডলার প্রদান করছি।”

আমেরিকা কেন পাকিস্তানকে এত সাহায্য করছে: এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে নেড প্রাইস বলেন, “অনেক বিষয়ে পাকিস্তান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে লড়াই করছি সেখানেও তারা আমাদের একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হয়। আমরা আমাদের নীতির অংশ হিসাবে আমেরিকায় তৈরি যন্ত্রপাতি মেরামত এবং রক্ষণাবেক্ষণে সহায়তা প্রদান করি।”

24145204f3ce4f6

“F-16 কর্মসূচি  আমেরিকা-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ”: এছাড়াও, নেড প্রাইস জানিয়েছেন, “পাকিস্তানের F-16 কর্মসূচি আমেরিকা-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি, এই প্রস্তাব পাকিস্তানকে তার F-16 নৌবহর মেরামত করতেও সহায়তা করবে। এর ফলে তারা সন্ত্রাসবাদের সঙ্গে বর্তমান সময়ে এবং ভবিষ্যতকালে মোকাবিলা করতে সক্ষম হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর