বাংলা হান্ট ডেস্কঃ আদতে ছিলো একটি আলোচনা সভা আর তা কেন্দ্র করেই পরবর্তী সময় যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হবে, তা সম্ভবত কল্পনা করতে পারেননি কেউই! তবে গতকাল ঠিক এহেন ঘটনার সাক্ষী থাকলো সকলে।
স্থান কলকাতা প্রেস ক্লাব। গতকাল উক্ত স্থানে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ হাইকোর্ট ইউনিটের একটি সভা সংঘটিত হয়, যেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা এবং পুলিশের ভূমিকা ঠিক কি, তা নিয়ে আলোচনা পর্ব চলছিল। তবে সেই আলোচনা পর্বই শেষমেষ রীতিমতো উত্তেজক পরিস্থিতি সৃষ্টি করে।
এ ঘটনার নেপথ্যে কারণ কি? সূত্রের খবর, ভোটাধিকার প্রয়োগ প্রসঙ্গ নিয়ে গতকাল আলোচনা হচ্ছিল। সেই সময় বক্তব্য রাখতে ওঠেন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম। সেই মুহূর্তে শাসক দলের বিরুদ্ধে বেশ কয়েকটি মন্তব্য করলে উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, পরবর্তীতে নজরুল ইসলামের দিকে আঙ্গুল তুলে উচ্চস্বরে কথা বলতেও দেখা যায় তাঁকে। যদিও পরবর্তী ক্ষেত্রে বাকি সকলেই তাদেরকে শান্ত করতে এগিয়ে আসে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া হয়। সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে তৃণমূল সংসদ বলেন, “একটি অরাজনৈতিক আলোচনা সভায় উনি রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য রাখা শুরু করেন। এটা অনুচিত। আমি আগে জানতাম না, ওই ভদ্রলোক অনুষ্ঠানে থাকবেন। যদি জানতাম, তাহলে আমি কখনোই এখানে উপস্থিত হতাম না।”
আবার অপরদিকে নজরুল ইসলাম জানান, “উনি আচমকা চিৎকার করা শুরু করে দেন। তবে এভাবে আমার মন্তব্যকে বন্ধ করে দেওয়া যাবে না।”