“ওর মধ্যে সবই আছে, শুধুমাত্র একটু…” হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় বয়ান প্রাক্তন ব্রিটিশ পেসারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ধারাবাহিতার কিছুটা অভাব দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সে। চোট কাটিয়ে তিনি যখন প্রত্যাবর্তন করেছিলেন তখন ফর্মের তুঙ্গে ছিলেন। নিজের ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল জিতিয়েছিলেন। ভারতীয় দলে ফিরে নিজের অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ম্যাচ জেতাচ্ছিলেন। কিন্তু আচমকাই তার ছন্দপতন ঘটেছে।

এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন হার্দিক। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করে জিতেছিলেন ম্যাচের সেরার পুরস্কার। কিন্তু তারপর থেকেই যেন আর পরিচিত ছন্দ খুঁজে পাচ্ছেন না। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আউট হন শূন্য রানে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাকে দেখা যায়নি পরিচিত ছন্দে। যদিও মাত্র দুটি ম্যাচে পারফরম্যান্সের ঘাটতি হওয়ায় বিষয়টা কেউ খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না।

hardik rohit india

এবার হার্দিক পান্ডিয়াকে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ব্রিটিশ পেসার টিম ব্রেসনান। প্রাক্তন ক্রিকেটার বলেছেন, “হার্দিকের দলে থাকাটা যে কোনও ক্ষেত্রে একটা বড় সুবিধা। একজন পেস বোলিং অলরাউন্ডার দলে থাকা মানে যেন একজন অতিরিক্ত ক্রিকেটার নিয়ে মাঠে নামা। তবে ও সদ্য বড় চোট কাটিয়ে ফিরেছে। ওকে আরও সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।”

ব্রেসনান আরও বলেছেন, “ওকে আর একটু পরিণত হতে হবে। ওর ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও অত্যন্ত ভালো। ও যদি আরও একটু পরিণত হয়ে যায় তাহলে বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হয়ে যাবে।” প্রসঙ্গত বর্তমানে লেজেন্ডস লিগ ক্রিকেটের অংশ হিসাবে ভারতে রয়েছেন।

ভারতীয় দলের এশিয়া কাপের সুপার ফোর থেকে ছিটকে যাওয়ার ঘটনা ভারতীয় দলের বিশ্বকাপ অভিযানে কোনও প্রভাব ফেলবে না বলে মনে করেন ব্রেসনান। তবে তিনি মনে করেন তার দেশ ইংল্যান্ডের পাশাপাশি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এই প্রতিযোগিতার বিজয়ী হওয়ার ব্যাপারে বেশি এগিয়ে। তবে ভারতকে হিসাবের বাইরে রাখতে চান না তিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর