বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে টিটাগড় (Titagarh) আর এবার ভাটপাড়ায় (Bhatpara) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অর্জুন সিংয়ের (Arjun singh) গড়। পরপর বিস্ফোরণের ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি। কয়েকদিন পূর্বে এলাকার একটি স্কুলে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বাঁধে বিপত্তি আর এবার বোমা এবং গুলি চলার ঘটনায় সরগরম হয়ে উঠল ভাটপাড়া।
আজ মহালয়ার দিন ভাটপাড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বোমা ও গুলি চলার ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় সর্বত্র। এক্ষেত্রে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে, তা প্রসঙ্গে কোনো সুস্পষ্ট ধারণা মেলেনি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি টিটাগড়ের একটি স্কুলে ঘটে বিস্ফোরণ, যা নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ ছুড়ে দেয় বিরোধী দলগুলি। এমনকি, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি পর্যন্ত করা হয়। পরবর্তীতে অবশ্য পুলিশের পক্ষ থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়।
সেই ধারা বজায় রেখেই এদিন তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিংয়ের গড়ে বোমা ফাটার পাশাপাশি চলে গুলি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে একটি বোমা উদ্ধার করার পাশাপাশি ঘটনার পিছনে কাদের হাতে রয়েছে, তা খুঁজে বের করতে মরিয়া প্রশাসন।
এক্ষেত্রে যেভাবে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে, তাতে চিন্তা ক্রমশ বেড়ে চলেছে স্থানীয়দের। এদিন বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসীরা। যদিও অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর শাস্তির বিষয়ে আশ্বাস দিয়েছে প্রশাসন।