বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে সোমা দাস (Soma Das) আর এবার তাঁর পথই অনুসরণ করলেন অপর এক ক্যান্সার আক্রান্ত চাকরিপ্রার্থী, নাম মধুলিনা দাস (Madhulina Das)। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে তাঁর করুণ আর্তি পৌঁছে গেল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এদিন সেই আর্তি শোনা মাত্রই জরুরী ভিত্তিতে শুনানির নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
আদালত সূত্রে খবর, এদিন দুপুর ২:৩০ মিনিটে ক্যান্সার আক্রান্ত চাকরিপ্রার্থী মধুলিনা দাসের মামলার শুনানি হতে চলেছে দায়িত্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই পুনরায় একবার আশা জেগেছে সকলের মনে, তবে কি সোমা দাসের পর পুনরায় আরও এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
কে এই মধুলিনা দাস? জানা যাচ্ছে, ২০০৫ সালে বিএড উত্তীর্ণ হওয়ার পর ২০১৬ সালে প্রাথমিক টেট পরীক্ষায় বসেন মধুলিনাদেবী। সেই সময় তাঁর বয়স ছিল ৩৫ বছর। তবে উক্ত পরীক্ষায় পাশ করলেও মেলেনি চাকরি।
উল্লেখ্য, ২০২১ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে বয়সের প্রয়োজন হয়, ইতিমধ্যেই তা পেরিয়ে গিয়েছেন মধুলিনা দাস। ফলে একদিকে ক্যান্সার রোগে আক্রান্ত, আবার অপরদিকে পরীক্ষায় পাশ করা সত্ত্বেও মেলেনি চাকরি। যদিও সকল বাধা উপেক্ষা করেই লড়াই করে চলেছেন মধুলিনা; তবে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের শুনানি শেষে মামলাটির ভবিষ্যৎ কি হয়, আপাতত সেদিকে তাকিয়ে সকলে।
এক্ষেত্রে অবশ্য আশা জেগেছে সকলের মনে। অতীতে বীরভূমের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত সোমা দাসকেও একইভাবে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে ২০১৬ সালে এসএলএসটি পরীক্ষায় পাশ এবং মেধা তালিকায় নাম থাকলেও একইভাবে চাকরি দেওয়া হয়নি তাঁকে। তবে পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে নিয়োগ করা হয় সোমাদেবীকে। ফলে তাঁর ন্যায় বহু লড়াই এবং সংগ্রাম শেষে আরো এক ক্যান্সার আক্রান্ত মহিলা চাকরি পান কিনা, সেটাই বর্তমানে বড়সড়ো প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।