বাংলাহান্ট ডেস্ক : নিজের ফেসবুক একাউন্ট (Face Book Account) থেকে কৃষ্ণকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। আর তার পরই আক্রান্ত হলেন এক কলেজের অধ্যাপক। অভিযোগ উঠছে আরএসএস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মন্দিরবাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত রামনাথপুর গ্রামের একটি স্কুলে কবি সাহিত্যিকদের নিয়ে দুদিন ব্যাপী কবি-সাহিত্য মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগদীশচন্দ্র বোস কলেজের অধ্যাপক সুধাকর সরদার।
অনুষ্ঠান শেষে হঠাৎ করেই তাঁর ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। তাঁকে ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তুলে নিয়ে যাওয়া হয়। তারপর চলে বেধড়ক মারধর। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। কয়েকদিন আগে তিনি ফেসবুকে আম্বেদকরের মতাদর্শ ও চিন্তাধারাকে অনুসরণ করে মানুষের মধ্যে কুসংস্কার নির্মূল ও দলিত সম্প্রদায়ের উন্নতির কথা বলেন। এরপর জন্মাষ্টমীতে অধ্যাপক সুধারকর সরদার শ্রীকৃষ্ণকে নিয়ে ফেসবুকে একটি মন্তব্য করেন। অভিযোগ, তারপর থেকেই আরএসএস কর্মীরা তাঁকে মারধর করার হুমকি দিতে শুরু করে।
এরপর রবিবার অনুষ্ঠানের মঞ্চ থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে আরএসএস সংগঠনের দুষ্কৃতীরা। তাঁর মাথার পেছনে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। দোষীদের গ্রেফতার করার দাবি জানান কবি ও সাহিত্যিকরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে মন্দিরবাজার থানার পুলিস।