গিনিস বুকে নাম উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের! মুখ্যমন্ত্রীকে বেনজির কটাক্ষ দিলীপ ঘোষের

বাংলাহান্ট ডেস্ক : সকালবেলা ইকো পার্কে হাঁটাহাঁটি করতে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই সময়টা তিনি একটু অন্যরকম মুডে থাকেন। কখনো কখনো সেই মর্নিং ওয়াক এর প্রোগ্রাম থেকেই রাজনীতির নানান ধরনের আলোচনা – সমালোচনা তিনি করে থাকেন। এবার ইকো পার্কে মর্নিংওয়াক করতে এসে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে ৫০০ পুজোর উদ্বোধন করছেন। এবার তার নাম গিনিস বুকে উঠবে। দিলীপ ঘোষ বলেন,” মুখ্যমন্ত্রী একমাত্র ওটাই করতে পারেন। পশ্চিমবঙ্গের সব ক্লাবকে ৬০ হাজার টাকা করে দিয়েছেন। ভার্চুয়ালি বা ফিজিক্যালি উদ্বোধন করবেন। এই করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গিনিস বুকে নাম উঠবে।”

এছাড়াও সম্প্রতি সুরুচি সংঘের পূজোয় মুখ্যমন্ত্রীর ঢাক বাজানোকে নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। দিলীপ বাবুর বক্তব্য, “কেউ আর তার ঢাক বাজাচ্ছে না। তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। ফ্যাসিস্টদের অন্তিম পরিণতি এরকমই হয়।”

এদিন ইকোপার্ক থেকে বাংলার মানুষের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বক্তব্য, “এখন আর করোনার বিপদ নেই। সবাই উৎসাহের সাথে পুজো দেখুন। এ বছর খুব ধুমধাম করে পুজো হচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে যারা আন্দোলন করছেন তাদের কাছে অনুরোধ আপাতত আন্দোলন বন্ধ রেখে পুজোর আনন্দে মেতে উঠুন। লড়াই তো সব সময় করতেই হবে।”

dilip ghosh attacks mamata banerjee for covid-19 situation

শুভেচ্ছা বার্তার পাশাপাশি আজ দিলীপ ঘোষ কটাক্ষ করেন তৃণমূল নেতাদের। সাংবাদিকদের তিনি জানান, “কিছু মানুষ জেলে রয়েছেন। তারা আর বের হতে পারবেন না। মানিকবাবু আবার পালিয়ে দিল্লি চলে গেছেন। যারা মানুষকে কষ্ট দিয়েছে তারা পুজোয় আনন্দ করতে আর পারবেনা।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর