Tata লঞ্চ করল দুর্দান্ত ফিচার্সের সবচেয়ে সস্তার বৈদ্যুতিক গাড়ি! দাম শুনলে ‘হাঁ” হয়ে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই সবাই আকৃষ্ট হচ্ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicle, EV) প্রতি। মূলত, ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের দাম এবং পরিবেশের কথা মাথায় রেখেই এই যানবাহনের প্রতি ক্রমশ আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসছে প্রস্তুতকারী সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই এবার সম্প্রতি টাটার একটি বহুপ্রতিক্ষিত বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হয়ে গেল।

মূলত, Tata-র জনপ্রিয় হ্যাচব্যাক Tiago-র বৈদ্যুতিক সংস্করণটি গত বুধবার লঞ্চ করা হয়েছে। এদিকে, এই গাড়ির দাম নিয়েও একাধিক জল্পনা শুরু হয়েছিল। তবে এবার জানা গিয়েছে যে, Tiago-কে দশ লক্ষ টাকার নিচে রেখে এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ৮.৪৯ লক্ষ টাকা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Tiago-র বৈদ্যুতিক গাড়িটি সম্পূর্ণ চার্জে ৩১৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। পাশাপাশি, আগামী ১০ অক্টোবর থেকে এই গাড়ির বুকিং শুরু হয়ে যাবে এবং গাড়িটির ডেলিভারি ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই কোম্পানি Tiago-র বৈদ্যুতিক গাড়িটির অভ্যন্তরীণ সাজসজ্জার কিছু পরিবর্তন করেছে। ডুয়েল কালারে ড্যাশবোর্ডের পাশাপাশি এতে হারমানের ইনফোটেইনমেন্ট সিস্টেমও ইনস্টল করা হয়েছে। এছাড়াও, একটি প্রিমিয়াম লুক দিতে লেদারের সিট কভার দেওয়া হয়েছে। তবে, এটি শুধুমাত্র গাড়িটির আপার মডেলেই পাওয়া যাবে। যদিও, Tiago-র বেসিক প্ল্যাটফর্মের সাথে তেমন কোনো বদল করা হয়নি।

বিশেষত্ব কি কি রয়েছে:
১. কোম্পানি এই বৈদ্যুতিক গাড়িটিতে ফাস্ট চার্জিংয়ের সুবিধা প্রদান করেছে।
২. গাড়িটিতে একটি 26kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক থাকবে।
৩. এটি মাত্র ১ ঘন্টার মধ্যে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম।
৪. সম্পূর্ণ চার্জে গাড়িটি প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।
৫. Tata Tiago-র বৈদ্যুতিক গাড়িটিতে Z Connect থাকবে। যা স্মার্টওয়াচ কানেক্টিভিটিও প্রদান করবে।

20220909114112 TIAGOEV ACI

টাটার দু’টি বৈদ্যুতিক গাড়ি বাজারে এসেছে: বর্তমানে টাটা মোটরসের দু’টি ইলেকট্রিক গাড়ি বাজারে প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে নেক্সন ইভি। যা ইতিমধ্যেই গ্রাহকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। এই গাড়িটির দু’টি ভেরিয়েন্ট রয়েছে। অপরদিকে, সম্প্রতি Tata Tigor-এর বৈদ্যুতিক গাড়িটিও লঞ্চ হয়ে গেল। যা আগামী বছরের শুরুতেই গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। এমতাবস্থায়, টাটার এই দু’টি গাড়ির মাধ্যমে ইভি বাজারেও কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Citroen-এর C3 EV-ও বৃহস্পতিবার লঞ্চ হতে চলেছে। এমতাবস্থায়, এটি Tigor-এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর