বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে অবশেষে জামিন মঞ্জুর হল বিকাশ মিশ্রর (Bikash Mishra)। এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত বিনয় মিশ্রের ভাইকে শর্ত সাপেক্ষে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচি।
সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং গরু পাচার মামলার পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে। এই মামলায় অতীতে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী-শ্যালিকাকে এই মামলায় গত বছর মার্চ মাসে গ্রেফতার করা হয় বিকাশ মিশ্রকে।
সূত্রের খবর, এদিন কয়েকটি শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে বিকাশের। প্রথমত, কলকাতা পুরসভা অন্তর্গত এলাকায় থাকতে হবে কয়লা পাচার কাণ্ডে অন্যতম এই অভিযুক্তকে। এছাড়াও বাইরে কোন স্থান কিংবা বিদেশে যাতায়াত করতে পারবে না বিকাশ মিশ্র। নিজের পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা রাখার পাশাপাশি চিকিৎসা স্বার্থে যদি কখনো বাইরে যেতে হয়, তাহলে তদন্তকারী সংস্থার অনুমতি নিতে হবে। এছাড়াও শুনানি চলাকালীন সিবিআই আদালতে হাজিরাও দিতে হবে তাকে।
উল্লেখ্য, এই মামলায় বিকাশ মিশ্রর জামিন মঞ্জুর ইতিমধ্যে কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছে। ২০২০ সালে বিএসএফ কমেন্ডেন্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এক মাসেরও কম সময়ে ছাড়া পান তিনি। এরপর এনামুল হককে গ্রেফতার করা হলেও পরবর্তীতে একইভাবে মুক্তি পায় আর এবার বিকাশকে শর্তসাপেক্ষে জামিন বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছে।
এক্ষেত্রে একের পর এক অভিযুক্তদের ধরা হলেও তারা কিভাবে জামিন পেয়ে যাচ্ছেন, তা নিয়ে সৃষ্টি হয়েছে জল্পনা। প্রসঙ্গত, সম্প্রতি গরু পাচার মামলায় পেশ করা চার্জশিটেও নাম ছিল বিকাশ মিশ্রর। তবে এর মাঝে এদিন হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় বেশ খানিকটা স্বস্তি মিললো বলেই মত বিশেষজ্ঞদের।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…