‘প্রশান্ত কিশোর BJP-র হয়ে কাজ করছেন’, পিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নীতীশের JDU-র

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কেন্দ্রে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে তৎপর বিজেপি (Bharatiya Janata Party) সরকার, আবার অপরদিকে বিজেপিকে মাত দিতে প্রস্তুত বিরোধী দলগুলি। তবে এর মাঝে নীতীশ কুমার (Nitish Kumar) বনাম প্রশান্ত কিশোরের (Prashant Kishore) দ্বন্দ্ব যেন ক্রমশ প্রকট থেকে প্রকটতর হয়ে উঠতে শুরু করেছে। সেই ধারা বজায় রেখে এদিন ফের একবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তোপ দাগলো নীতীশের জনতা দল ইউনাইটেড (JDU)।

সম্প্রতি, বিহারের রাজনীতিতে তুমুল পরিবর্তনের সাক্ষী থাকে মানুষ। বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি এবং কংগ্রেসের হাত ধরে ফের একবার ক্ষমতায় বসেন নীতীশ কুমার। পরবর্তীতে দেশের রাজনীতিতে উঠে আসতে ক্রমশই তৎপর হয়ে উঠেছে তাঁর দল। তবে এর মাঝে আবার দ্বন্দ্ব চরমে বেড়েছে জেডিইউ বনাম প্রশান্ত কিশোরের। সেই বিতর্ক আরো বাড়িয়ে তুলে এদিন নীতীশের দলের দাবি, প্রশান্ত কিশোর ক্রমশ বিজেপির হয়ে কাজ করে চলেছেন।

জনতা দল ইউনাইটেডের প্রাক্তন জাতীয় সভাপতি প্রশান্ত কিশোরকে কটাক্ষ করে একের পর এক আক্রমণ শানানো ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। এ প্রসঙ্গে জেডিইউ সভাপতি রাজীব রঞ্জন বলেন, “বিহারে নীতীশ কুমারের রাজত্বে কি হয়েছে, তার সকল মানুষের জানা রয়েছে। প্রশান্ত কিশোর আমাদের কোন শংসাপত্র দিল, তা দেখার কোন প্রয়োজন নেই।”

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের তরফ থেকে জন সুরজ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গোটা রাজ্য জুড়ে এই পদযাত্রাকে কটাক্ষ করেছে জেডিইউ। এই প্রসঙ্গে রাজীব রঞ্জন বলেন, “প্রত্যেকের পদযাত্রা করার অধিকার রয়েছে। তবে প্রশান্ত কিশোর এই কর্মসূচিটিকে যেভাবে উপস্থাপিত করছেন, তাতে মনে হচ্ছে বিজেপির হয়েই এই কর্মসূচি করে চলেছে।”

5903 16 9 2018 13 47 47 1 16TH SEPT PATNA NITISHKUMAR PRASHANTKISHOR 05 1

তিনি আরো বলেন, “সংবাদপত্রের গোটা পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়েছে, কোথা থেকে এলো এত টাকা? এখন সিবিআই কিংবা ইডি এসব দেখছে না। এর থেকে বোঝা যায়, কেন্দ্রের শাসক দলের মদত রয়েছে।”

Sayan Das

সম্পর্কিত খবর