বাংলাহান্ট ডেস্ক : ২০২২টা উদ্ধব ঠাকরের জন্য বড়ই খারাপ। মুখ্যমন্ত্রীত্ব গেছে কয়েকদিন আগেই। এরপর আবার, দশেরার মিছিল থেকেই প্রকাশ্যে একনাথ শিণ্ডেকে সমর্থন করে বসলেন উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) দাদা জয়দেব ঠাকরে। স্পষ্ট ভাষায় তিনি এদিন বলেন নেতা হিসাবে বরাবর শিণ্ডেকেই পছন্দ করতেন তিনি। মুখ্যমন্ত্রী হিসাবে শিণ্ডেই সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবেন, এমনটাই মন্তব্য করেন জয়দেব। নিজের পরিবারের সদস্যের এই বক্তব্যে আরও খানিকটা বিপাকে পড়বেন উদ্ধব। তবে দশেরার আয়োজন করার আইনি লড়াইয়ে শিণ্ডেকে হারিয়ে কিছুটা অক্সিজেন পেতে পারেন তিনি।
একনাথ শিণ্ডের (Eknath Shinde) আয়োজিত দশেরার মিছিলে যোগ দেন জয়দেব ঠাকরে। ভিড়ে ঠাসা জনসভায় তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে জয়দেব বলেন, ‘গত বেশ কিছুদিন ধরেই আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি শিব সেনার শিণ্ডের পক্ষে রয়েছি কিনা। আমার মনে হয়, ঠাকরেদের কোনও পক্ষেই থাকা উচিত নয়। শিণ্ডে যা পদক্ষেপ করেছে, সেগুলো আমার বেশ ভাল লাগে। সেই কারণেই আমি এখানে এসেছি।’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘এখনই নির্বাচন হোক। শিণ্ডে রাজ্যে ফিরে আসুক। তাঁর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’
বুধবার দশেরা উপলক্ষে বিশাল মিছিলের আয়োজন করে শিব সেনার দু’পক্ষই। মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কের মাঠে মিছিল করার অনুমতি পেয়েছিল উদ্ধব শিবির। তবে তার আগে শিণ্ডে শিবিরের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই হয়। শিব সেনার প্রতিষ্ঠার পর থেকেই শিবাজি পার্কেই দশেরার মিছিল করে এসেছে রাজনৈতিক দলটি। যেহেতু দু’পক্ষই নিজেদের প্রকৃত শিব সেনা হিসাবে দাবি করেছে, সেই জন্য শিবাজি পার্কে মিছিল করার অধিকারের লড়াই আদালত পর্যন্ত গড়িয়ে যায়। মূলত শিব সেনার দু’পক্ষের শক্তি প্রদর্শনের প্রতীক হিসাবেই এই মিছিল করা হয়েছে।
শিব সেনার নেতা কে, তা নিয়ে লড়াই চলছে বিগত প্রায় তিন মাস ধরে। বিজেপির সমর্থন নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে একনাথ শিণ্ডে-পন্থী শিব সেনা বিধায়করা। দলের প্রতীক কে পাবে, তা নিয়েও আদালতে লড়াই চলছে উদ্ধব ঠাকরে ও একনাথ শিণ্ডের মধ্যে। এই পরিস্থিতিতে পরিবারের মধ্যে থেকেই শিণ্ডের প্রতি এভাবে সমর্থন বাড়তে থাকলে,আইনি যুদ্ধে হেরেও যেতে পারেন শিন্ডে।