‘কোনও দলই ১০০ শতাংশ সৎ নয়” ফের বিস্ফোরক মন্তব্য মন্ত্রী শোভনদেবের

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে চার্জশিট পেশ হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) নামে। গ্রেফতার হওয়ার ৫৭ দিন পর গরু পাচার মামলার (Cow Smuggling Case) চার্জশিট জমা করল সিবিআই (CBI)। শুক্রবার সকালে, আসানসোলের বিশেষ সিবিআই আদালতে (CBI Special Court), ৩৫ পাতার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার এই বিষয় নিয়ে সরব হলেন বর্ষীয়াণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shovan Dev Chatterjee)।

তিনি এর আগেও একাধিকবার দলের নেতাদের অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে মুখ খুলেছেন। শুক্রবার তিনি বলেন, ‘কোনও দলই বলতে পারবে না, তাদের ১০০ শতাংশ কর্মীই সৎ। যে কোনও দলেই অসৎ মানুষ আছে। তাদের দোষ সামনে এলে, শাস্তি তারা পাবে। তাই বলে সবাই অসৎ নয়।’

শোভনবাবু আরও বলেন, ‘যারা অসৎ, তারা শাস্তি পাবেই। তবে তার প্রভাব নির্বাচনে পড়বে না।’ এদিন তিনি বলেন, সাধারণ মানুষ যা যা চান, তাঁর দলের নেত্রী তা দেন। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্পের সুবিধে সাধারণ মানুষ পান। তাই মানুষ তাকে সমর্থন করবেন। এর আগেও শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। না হলে দল কাউকে স্বীকার করবে না।’

শোভনদেব চট্টোপাধ্যায় আগেও একবার বলেছিলেন, ‘ সব দলেই ভাল-খারাপ লোক থাকতে পারে। খারাপ লোক ধরা পড়লে শাস্তি পাবে। কিন্তু, তার মানে একটা দল পুরো খারাপ হয়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেন না।’

Sudipto

সম্পর্কিত খবর