বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো (Durgapuja) শেষ, কিন্তু উৎসবের মরশুম সবে শুরু। সবে সবে পুজো শেষ হওয়ায় এখনো রেশ কাটেনি। মহালয়া (Mahalaya) থেকে আবারো দিনগুলো ফিরে দেখছেন সকলে। আর মহালয়ার প্রসঙ্গ উঠলে টিভিতে মহালয়ার অনুষ্ঠানের কথা তো উঠবেই। প্রত্যেক বারই মহালয়া উপলক্ষে প্রথম সারির চ্যানেলগুলির মধ্যে রেষারেষি বাঁধে। কোন চ্যানেল সেরা অনুষ্ঠান করে বেশি টিআরপি তুলতে পারবে তা নিয়েই চলে টক্কর।
এ সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই জানা গেল কোন চ্যানেল এগিয়ে রয়েছে। এবারে জি বাংলায় মহালয়ার অনুষ্ঠানের নাম ছিল ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। গত বারের মতো এ বারেও মহিষাসুরমর্দিনী হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যদিকে স্টার জলসার মহালয়ার অনুষ্ঠান ‘যা দেবী’তে সিংহবাহিনী রূপে প্রথম বারের মতো দেখা মিলেছিল সোনামণি সাহাকে।
দুই চ্যানেলই ট্রোলড হয়েছিল মহালয়ার অনুষ্ঠানের প্রোমো নিয়ে। জি বাংলা ‘আর আর আর’ থেকে দৃশ্য টুকেছে বলে কটাক্ষ করেছিলেন নেটিজেনরা। মা দূর্গার লম্ফঝম্প, অসুরদের সাজসজ্জা নিয়েও খিল্লি হয়েছিল। করোনাসুর, টমেটাসুর নাম দিয়েছিলেন নেটিজেনরা।
অন্যদিকে স্টার জলসার প্রোমো দর্শকদের তুলনামূলক ভাল লাগলেও মহিষাসুর রূপে সৌরভ দাসকে দেখে একচোট ট্রোল করেছিলেন নেটিজেনরা। শেষমেষ কোন চ্যানেল বাজি মারল? টিআরপিতে কোন নায়িকা কাকে টেক্কা দিল?
টিআরপি তালিকা বলছে, স্টার জলসায় সোনামণির মহালয়া পেয়েছে ৪.১ পয়েন্ট।
কিন্তু সোনামণিকে টেক্কা দিয়ে দিয়েছেন শুভশ্রী। হাজারো ট্রোল হয়েও ৫.৪ টিআরপি তুলে নিয়েছে জি এর মহালয়ার অনুষ্ঠান। শুভশ্রী বুঝিয়ে দিয়েছেন তিনি বাস্তবিকই সুপারস্টার নায়িকা। বড়পর্দা হোক বা ছোটপর্দা, সব দিকেই তিনি হিট।