বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপে অংশ নিতে রোহিত শর্মা ও প্রথম সারির জাতীয় দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। তাদের অনুপস্থিতিতে, ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে দ্বিতীয় সারির অর্থাৎ যারা ভারতীয় দলে আর নিয়মিত নন, তারাই খেলছেন। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন এই দলে শ্রেয়স আইয়ারের পাশাপাশি ব্যাটিং বিভাগ সামলাচ্ছেন শুভমান গিল, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, রজত পতিদাররা। আর বোলিং বিভাগে দায়িত্বে রয়েছেন শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, দীপক চাহার, আবেশ খান, কুলদীপ যাদব এবং রবি বিশ্নইয়ের মতো তরুণরা।
তবে এই সমস্ত ক্রিকেটারদের ভিড়ে তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি আগ্রাসী ভারতীয় ওপেনার পৃথ্বী শ-র। তিনি গত মরশুমে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের জার্সিতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে গিয়েছিলেন এবং নিউজিল্যান্ড ‘এ’-এর বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারত ‘এ’-এর হয়েও গত মাসে তার ব্যাট জ্বলে উঠেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কোয়াডে বাছাই না হওয়ার জন্য হতাশা প্রকাশ করেছেন পৃথ্বী। তিনি বলেছেন, “আমি হতাশ, কারণ আমি রান করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। তবে এটা মেনে নিতে হবে। যখন তারা [জাতীয় নির্বাচকরা] মনে করবেন যে আমি প্রস্তুত, তখন তারা আমাকে অবশ্যই সুযোগ দেবে। আমি যখন যেখানে সুযোগই পাই না কেন, সেটা ভারত ‘এ’ বা অন্য যে কোনও দলই হোক না কেন, আমি নিশ্চিত করব যেন আমি নিজের সেরাটা দিতে পারি এবং আমার ফিটনেসের স্তরকেও সেরা পর্যায়ে রাখব।”
পৃথ্বী আরও বলেছেন যে গত কয়েক মাসে তিনি ৭ থেকে ৮ কেজি ওজন কমিয়েছেন এবং তার ডায়েটেও অনেক পরিবর্তন করেছেন। তিনি বলেছেন, “আমি আমার ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও অনেক খেটেছি। আমি ওজন কমানোর জন্য কাজ করেছি। গত আইপিএলের পর থেকে চাইনিজ খাওয়া ছেড়ে দিয়েছি। সাত থেকে আট কেজি ওজন কমিয়ে ফেলেছি। জিমে প্রচুর ঘাম ঝড়িয়েছি, মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস আমার মেনু থেকে একেবারেই বাদ পড়েছে।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৪ ওপেনার ভারতীয় দলে ছিলেন এবং প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন। শুভমান গিল এবং শিখর ধাওয়ানকে কিছুটা অগ্রাহ্য করা যেতে পারে এই ক্ষেত্রে কারণ তারা শেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। কিন্তু বারবার সুযোগ পেয়েও রুতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিশান নিজেদের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। মন চলতে থাকলে ভারতের দ্বিতীয় সারির দলেও তারা আর খুব বেশিদিন জায়গা পাবেন না। সেক্ষেত্রে পথ্বীর ভারতীয় দলে ফেরার পথ সুগম হবে।