বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন সময় দলের বিরুদ্ধে একের পর এক বেফাঁস মন্তব্য করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir), যা দলের অস্বস্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে। সেই ধারা বজায় রেখে এবার দলের কয়েকজন নেতাদের উদ্দেশ্যে ‘তাড়া’ করার হুঁশিয়ারি দিয়ে বসলেন ভরতপুরের (Bharatpur) এই তৃণমূল বিধায়ক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময় এসএসসি থেকে শুরু করে গরু পাচার এবং কয়লা পাচারের মতো দুর্নীতি মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, একই সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এর মাঝেই সম্প্রতি বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
সম্প্রতি, একটি জমি জবরদখল মামলাতে স্থানীয় থানা ঘেরাও করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিতর্কের সেই আঁচ আরো বেশ কিছুটা বাড়িয়ে তুলে গতকাল ভরতপুরের সালারবাজার সংলগ্ন এলাকায় বিজয়া সম্মেলনের অনুষ্ঠান থেকে দলীয় নেতাদের একাংশের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন হুমায়ুন।
অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে হুমায়ুনের অভিযোগ, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে কয়েকজন লোক। তবে আমি অধীর চৌধুরীর কিচেন রুমের সদস্য পদে নিযুক্ত ছিলাম। ওই সময় যারা বাড়ির সামনে তৃতীয় সারিতে বসতেন, তারাই এখন চেয়ারম্যান এবং অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন। তাই সকলের উদ্দেশ্যে বলি, যদি কেউ পাঙ্গা নিতে আসে, তাহলে এমন দৌড় করাবো, ছুটে পালানোর পথ পাবেন না।”
হুমায়ুন আরো বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়ে চলেছে, গুরুর (অধীর চৌধুরী) কাছে খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি কি জিনিস!”
বিশেষজ্ঞদের মতে, গতকাল হুমায়ুন কবীরের নিশানায় ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খান। এক্ষেত্রে বহুদিন ধরেই দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে, যা নিয়ে অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে দলের অন্দরে। গতকাল হুমায়ুন কবীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন আবু তাহের। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ভাঙার মাধ্যমে যদি কেউ কোনো রকম মন্তব্য করে থাকে, তাহলে তার দায় দলের নয়। তাছাড়া হুমায়ুন কখন কি কথা বলছে, তা নিজেই বুঝে উঠতে পারে না।”