‘মলয় ঘটকের মতো জোকারকে দেখে দল করি না’, ফেসবুক পোস্টে রাজ্যের মন্ত্রীকে কটাক্ষ TMC যুবনেতার

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি, প্রাথমিক টেট থেকে শুরু করে কয়লা এবং গরু পাচার মামলায় ইতিমধ্যেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একই সঙ্গে দলের ভিতর গোষ্ঠী দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এবার সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুললেন দলেরই এক যুবনেতা। এদিন তাঁর ফেসবুক পোস্টে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) ‘জোকার’ বলে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে আরো বেশ কয়েকজন নেতাকে উদ্দেশ্য করেও আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নামে ওই যুব নেতাকে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে গরু এবং কয়লা পাচার মামলায় কোণঠাসা শাসক দল। সিবিআই এবং ইডির তদন্ত মাঝে অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে সরকারের। সম্প্রতি, এই সকল মামলার দরুণ রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও অস্বস্তির মুখে পড়তে হয় আর এবার তাঁকে কটাক্ষ করে বসলেন তৃণমূলের যুব নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

এদিন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন বিশ্বজিৎবাবু। এক্ষেত্রে মলয় ঘটককে ‘জোকার’ বলার পাশাপাশি শিবদাসন এবং ভোলা সিং-এর মত দলীয় নেতাদের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছে তাঁকে। প্রসঙ্গত, শিবদাসন এবং ভোলা সিং যথাক্রমে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এবং সালানপুরের ব্লক সহ সভাপতি পদে নিযুক্ত রয়েছেন।

তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এদিন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভোলা সিংকে গরু, লোহা এবং বালি চোর বলে আক্রমণ শানান। পরবর্তীতে মলয় ঘটক এবং শিবদাসনকে জোকার বলে খোঁচা মারেন। পাশাপাশি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি। সেই জন্য তৃণমূল কংগ্রেস করি। তবে মলয় ঘটক এবং শিবদাসনের মত জোকারদের দেখে দল করি না। আমি আইসি এবং ওসিকে পাত্তা দিই না।”

malay

তাঁর দাবি, সিপিএমের আমলে মলয় ঘটক মানুষের পাশে থাকলেও বর্তমানে তাঁকে পাওয়া যায় না। এমনকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করা থেকে বিরত থাকেন মলয়বাবু। উল্লেখ্য, দলীয় নেতাদের বিরুদ্ধে মন্তব্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত বক্তব্য রাখেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আর এবার তাঁর নিশানায় মলয় ঘটক, ভোলা সিং এবং শিবদাসন। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত বিশেষ কোনো মন্তব্য করতে দেখা যায়নি তৃণমূল নেতৃত্বকে।

Sayan Das

সম্পর্কিত খবর