বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল চলতি আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। গত পরশু কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ হেরে আইএসএল অভিযান শুরু করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। তেমনটা যাতে কোনো রকম ভাবেই না হয় সেই দিকটা খেয়াল রাখছেন কোচ জুয়ান ফের্নান্দো।
তবে তার আগের দিন অর্থাৎ আজ রবিবার ৯ই অক্টোবর ক্লাব তাঁবুর সামনে জমায়েত হওয়ার কথা ছিল বেশ কিছু সমর্থকদের। সমর্থকদের একটি অংশ এখনও নিজেদের প্রতারিত মনে করছে। সবুজ মেরুন ক্লাবের সামনে তাই তারা ‘রিমুভ এটিকে’ বা ‘ব্রেক দ্য মার্জার’ ব্যানার নিয়ে প্রতিবাদ জানাবেন ভেবেছিলেন।
কিন্তু বাস্তবে যেটা হলো সেটাকে প্রতিবাদ না বলে, লোক হাসানো বললে খুব একটা ভুল বলা হবে না। বিশাল সংখ্যায় সবুজ-মেরুন সমর্থক ক্লাব গেটের সামনে উপস্থিত হবে এমনটা আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল খুব বেশি হলেও ৫০ জন সমর্থকই ব্যানার-ফেস্টুন নিয়ে ক্লাবের সামনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেছিল।
বলাই বাহুল্য এত ছোট মাত্রায় প্রতিবাদ হলে ক্লাবের সমর্থকদের দাবি কর্তৃপক্ষের কাছে পৌঁছানোটা খুবই সমস্যার হয়ে দাঁড়াবে। উপস্থিত সবুজ মেরুন সমর্থকদের মধ্যেও অনেকে হতাশ হয়ে বলেই ফেললেন, “এটিকে রিমুভ হবে না, বাড়ি ফিরে যাওয়াই ভালো।” অনেকে সংবাদমাধ্যমের সামনে মন ভাঙ্গা গলায় বললেন, “ইস্টবেঙ্গল যেখানে ইনভেস্টর জোগাড় করে নিজের নামে আইএসএল খেলতে পারছে সেখানে আমাদের কেন এটিকের মত ভাইরাসটা বয়ে বেড়াতে হবে।” তবে ক্লাব তাঁবুর সামনে ভিড় কম হলেও লক্ষ্মী পুজোর সন্ধ্যায় ক্লাব সচিব দেবাশীষ দত্তর বাড়ির সামনে বেশ ভালোই ভিড় লক্ষ্য করা গেছে। যদিও দু’জায়গায় দুই রকম ভিড় কেন দেখা গেছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তার উত্তর হিসেবে উঠে আসছে যে চমক হিসেবে আজ দেবাশীষ দত্তর বাড়ির সামনে বড় প্রতিবাদ করার লক্ষ্যেই মূল ক্লাবের সামনে খুব বেশি ভিড় হতে দেখা যায়নি।
We want resign – Debashis Dutta Resign✊
Go back ,Resign – if you can not #RemoveATK#Ultras #MohunBagan#GreenMaroonloyalUltras#GoenkaOut#UltrasMohunBagan pic.twitter.com/O7jF9aDURU
— Mariners Dé Xtreme – GreenMaroonloyalUltras of MB (@MdxOfficial2018) October 9, 2022
কলকাতা লিগে এবার অংশ নিতে পারেনি এটিকে মোহনবাগান। তাতে বেশ মনোক্ষুন্ন হয়েছে সবুজ-মেরুন সমর্থকরা। রিজার্ভ টিম না থাকার কারণে এফএসডিএলের নিয়ম অনুযায়ী মূল দলকে কলকাতা লিগে নামাতে না পারার বাহানা দিয়ে দায় এড়িয়েছেন কর্তারা। কিন্তু বিশেষজ্ঞ মহলের মতে সঞ্জিব গোয়েঙ্কার আগ্রহ ছিল না কলকাতা লিগ নিয়ে, যার জন্য এই তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর আগে ডুরান্ড ডার্বির প্রাক্কালে পুজোর আগে মোহনবাগানের সামনে থেকে এটিকে সরে যেতে চলেছে এমন প্রোপাগান্ডা ছড়িয়ে সমর্থকদের বোকা বানানো হয়েছিল। শেষপর্যন্ত এটিকে মোহনবাগান নাম নিয়ে আইএসএলে নামতে হচ্ছে শতাব্দীপ্রাচীন ক্লাবটিকে। ঘটনাটিকে একপ্রকার প্রতারণা বলেই মনে করছেন মেরিনার্সরা।