চরম ক্ষতি বিশ্বের শ্রেষ্ঠ ১০ ধনকুবেরের, বিপুল লোকসান মাস্কের! আদানি-আম্বানি রয়েছেন এই স্থানে

বাংলা হান্ট ডেস্ক: মোট সম্পদের বিচারে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মধ্যে সর্বদাই একটা কড়া প্রতিযোগিতা লেগেই থাকে। তবে, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এবার বিশ্বের সেরা দশ ধনী ব্যক্তিদের সকলেই ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি, বিশ্বের শীর্ষ বিলিয়নেয়ারদের মধ্যে একদম প্রথমে থাকা টেসলার CEO ইলন মাস্কের (Elon Musk) এবার একদিনেই ১০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। পাশাপাশি, ওই তালিকায় অন্তর্ভুক্ত দুই ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) ও মুকেশ আম্বানিরও (Mukesh Ambani) মোট সম্পদের পরিমান কমেছে। মূলত, ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্সের (The Bloomberg Billionaires Index) দিকে তাকালেই এই পরিসংখ্যান স্পষ্ট হয়ে যাবে।

মাস্কের মোট সম্পদের পরিমান কমেছে: টেসলা এবং স্পেসএক্স-এর মতো কোম্পানির মালিক ইলন মাস্কের সম্পদ একদিনে ১০.৩ বিলিয়ন ডলার বা প্রায় ৮৫ হাজার কোটি টাকা কমে গিয়েছে। এমতাবস্থায়, আপাতত তাঁর মোট সম্পদের পরিমান হল ২১০ বিলিয়ন ডলার।

জেফ বেজোস ও বার্নার্ড আর্নল্টও প্রভাবিত হয়েছেন: ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি তথা অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস একদিনে ৫.৯২ বিলিয়ন ডলারের (প্রায় ৪৯ হাজার কোটি টাকা) ক্ষতির সম্মুখীন হয়েছেন। আপাতত, বেজোসের মোট সম্পদ ১৩৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়াও, ওই তালিকায় তিন নম্বরে থাকা ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টের সম্পদ ৪.৮৫ বিলিয়ন ডলার (প্রায় ৪০ হাজার কোটি টাকা) কমে গিয়ে এখন তাঁর মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩১ বিলিয়ন ডলারে।

গৌতম আদানির সম্পদও কমেছে: এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তথা ভারতীয় ধনকুবের গৌতম আদানি, শীর্ষ ১০ বিলিয়নেয়ার তালিকায় চার নম্বর স্থানে রয়েছেন। সম্প্রতি, গৌতম আদানির সম্পদ ২.১১ বিলিয়ন ডলার বা ১৭,০০০ কোটি টাকার বেশি হ্রাস পেয়েছে। এমতাবস্থায়, তাঁর মোট সম্পদের পরিমান হল ১২৫ বিলিয়ন ডলার। এদিকে, পঞ্চম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত মাইক্রোসফটের বিল গেটসও ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাঁর সম্পদ প্রায় ২.৬৫ বিলিয়ন ডলার কমে গিয়ে আপাতত ১০৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়াও, ষষ্ঠ স্থানে থাকা ওয়ারেন বাফেটের সম্পদ ২.২৯ বিলিয়ন ডলার কমে গিয়ে ৯৪.২ বিলিয়ন ডলারে উপস্থিত হয়েছে।

এই ধনকুবেররাও হয়েছেন ক্ষতির সম্মুখীন: বিলিয়নেয়ারদের তালিকায় সপ্তম স্থানে থাকা ল্যারি পেজ একদিনে ২.১৮ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি, তাঁর মোট সম্পদ হল ৯১.৩ বিলিয়ন ডলার। এছাড়াও বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি সের্গেই ব্রিনের মোট সম্পদ ২.০৭ বিলিয়ন ডলার কমে ৮৭.৪ বিলিয়ন ডলার হয়েছে। এদিকে, নবম স্থানে থাকা স্টিভ বালমার ৪.০৩ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন। আপাতত তাঁর মোট সম্পদের পরিমান হল ৮৩.৮ বিলিয়ন ডলার।

WhatsApp Image 2022 10 09 at 6.14.39 PM

মুকেশ আম্বানির মোট সম্পদও কমেছে: শীর্ষ ১০ বিলিয়নেয়ারদের তালিকায় দশম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, একদিনে তাঁর ৯৩.৭ মিলিয়ন ডলার (প্রায় ৭৭০ কোটি টাকা) ক্ষতি হয়েছে। এদিকে, সম্পদের এই পতনের সাথে, আম্বানির মোট সম্পদ আপাতত ৮৩.৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্পদের হ্রাসের পরেও মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর