লক্ষ্মী পুজোয় নিভল প্রদীপ, প্রয়াত জনপ্রিয় অভিনেতা চন্দ্রলাল চৌধুরী

বাংলাহান্ট ডেস্ক: পুজো শেষের বিষাদের সঙ্গে জুড়ল আরো এক খারাপ খবর। লক্ষ্মী পুজোর সকালেই প্রয়াত হলেন প্রখ‍্যাত অভিনেতা চন্দ্রলাল চৌধুরী (Chandralal Chowdhury)। দশমীর দিনে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এতদিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। লক্ষ্মী পুজোর দিন সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। ৭৯ বছর বয়স হয়েছিল তাঁর।

নব্বইয়ের দশকের জনপ্রিয় নাম চন্দ্রলাল চৌধুরী, যিনি চাঁদু চৌধুরী নামেই বেশি পরিচিত ছিলেন। সব ধরণের চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। কমেডি চরিত্র থেকে শুরু করে খলনায়কের চরিত্রে পর্যন্ত অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। পরিচালক অঞ্জন চৌধুরীর বহু ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

Chandralal chowdhury
চন্দ্রলাল চৌধুরীর উল্লেখযোগ‍্য ছবিগুলির মধ‍্যে অন‍্যতম ছোট বউ, বড় বউ, মেজ বউ, শ্রদ্ধাঞ্জলি, শ্রীমান ভূতনাথ, ইন্দ্রজিৎ, নাচ নাগিনী নাচ রে, সংঘর্ষ সহ আরো অনেক ছবি। পরবর্তীকালে দূরদর্শনের জনপ্রিয় কমেডি শো ‘রঙ্গরস’ এও দেখা যেত চাঁদু চৌধুরীকে।

অভিনেতা সাহেব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খারাপ খবরটা। অভিনেতা চাঁদু চৌধুরীর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘চলে গেলেন ৯০’ এর দশকের অন্যতম চরিত্র অভিনেতা চাঁদু চৌধুরী। চাঁদু জেঠুর হাত ধরে আমি প্রথম বার যাই ডিরেক্টর অঞ্জন চৌধুরীর ঘরে NT-1 স্টুডিওতে। আমার জীবনের প্রথম ছবি “সংঘর্ষ” তার সুবাদে পাওয়া। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভালো থেকো চাঁদু জেঠু।

জানা যাচ্ছে, পুজোয় ভালোই ছিলেন অভিনেতা চন্দ্রলাল চৌধুরী। দশমীর দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল বছর ৭৯ এর অভিনেতাকে। দশমীর দিন থেকে শুরু হওয়া লড়াই শেষ হয় লক্ষ্মী পুজোর দিন। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন চাঁদু চৌধুরী।

Niranjana Nag

সম্পর্কিত খবর