রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার পথে সুকান্ত মজুমদারকে আটক পুলিশের! চাঞ্চল্য চিংড়িহাটায়

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের ব্রেকিং খবর! মোমিনপুর (Mominpur) যাওয়ার পথে প্রশাসনের তরফ থেকে আটকে দেওয়া হল বিজেপির (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। চিংড়িহাটার (Chingrihata) নিকট বিজেপি নেতাকে আটক করার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই ঘটনায় রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সুকান্তবাবু।

বাংলার বুকে একের পর এক দুর্নীতি মামলা এবং হিংসার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বনাম বিজেপি দ্বন্দ্ব অব্যাহত। একদিকে যখন সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী দলগুলি, আবার অপরদিকে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মতো দলগুলিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল মোমিনপুর এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি।

গতকাল সকাল থেকেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক ভিডিও ভাইরাল হতে থাকে, যেখানে রাস্তায় বাইক, কাঁচ ভাঙা গাড়ির ছবি দিয়ে সেটি মোমিনপুরের বলে দাবি করা হয়।

পরবর্তীতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিও টুইট করে লেখেন, “মোমিনপুরের ময়লা ডিপোর কাছে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সময় হিন্দুদের দোকান ও বাইক ভাঙচুর করা হয়েছে। বরাবরের মতো এবারও মুখ্যমন্ত্রীর প্রশাসন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। যার জেরে অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।”

download 13

পরবর্তীতে ওই এলাকায় বিজেপির প্রতিনিধি দল পৌঁছে যাবে বলেও জানান বিজেপি নেতা। সূত্রের খবর, এদিন মোমিনপুরে রওনা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার। তবে সেই সময় তাঁকে চিংড়িহাটার নিকট আটকে দেয় পুলিশ। যদিও সুকান্তবাবুকে কি কারনে আটকানো হয়েছে, সেই প্রসঙ্গ এখনো পর্যন্ত কোন সুস্পষ্ট ধারণা মেলেনি  অপরদিকে প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্যে আইনশৃঙ্খলা নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

Sayan Das

সম্পর্কিত খবর