বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে এ রোহিত শর্মার ভারতীয় দল। প্রথম প্রস্তুতি ম্যাচের ব্যাখ্যা দেশের ব্যর্থ হয়েছেন রিশভ পন্থ। গত দুই মাসে খুব বেশি ব্যাটিং করার সুযোগ পাননি তারকা ভারতীয় উইকেটরক্ষক। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় দল নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে পড়ছে দিনেশ কার্তিককে প্রথম একাদশে তাদের বেশি পছন্দ। তাও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে মাঠে নেমেছিলেন রিশভ। ভালো শুরু করেও বড় রান করতে তিনি ব্যর্থ হন।
কিন্তু এবার পন্থের মনোযোগ হরণ করতে অস্ট্রেলিয়ায় পা রাখছেন ভারতের বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করে নিজের অস্ট্রেলিয়া যাওয়ার খবর প্রকাশ্যে এনেছেন। প্রথম পোস্টে তিনি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় অভিযান শুরু করতে যাচ্ছি।’ দ্বিতীয় পোস্টটিতে তিনি লিখেছেন, “ভালোবাসাকে অনুসরণ করছি এবং তার টানেই অস্ট্রেলিয়া এসে পৌঁছেছি।” বলাই বাহুল্য নেটিজেনরা দুটি পোস্টের কমেন্ট সেকশনে উর্বশীর আত্মসম্মান নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।
অনেকেই জানেন কিছুদিন আগে উর্বশী এবং রিশভের মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছিল। উর্বশীর নাম না করে দাবি করেছিলেন যে পন্থ বেনারসে তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন হোটেলে, কিন্তু তিনি ঘুমিয়ে পড়ায় তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। জবাবে পরোক্ষভাবে উর্বশীকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছিলেন। জবাবে উর্বশী ফের কিছু কড়া কথা শোনান পরোক্ষভাবে। পরে অবশ্য তাকে সংবাদ মাধ্যমের সামনে ভারতীয় উইকেটরক্ষকের কাছে ক্ষমা চাইতেও শোনা যায়। অনেকেই দাবি করেন দুই সেলিব্রেটির মধ্যে আগে ভালোবাসার সম্পর্ক ছিল। যদিও এখন পর্যন্ত নিজের নতুন বান্ধবির সাথে সুখে আছেন এবং তিনি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন এই ব্যাপারগুলি। কিন্তু উর্বশীর কান্ড-কারখানা দেখে মনে হচ্ছে না যে তিনি এই ব্যাপারটি থেকে এত তাড়াতাড়ি অব্যাহতি চাইছেন।
সকল ক্রিকেটভক্তরা পন্থ ও উর্বশীর এই ব্যাপারটি নিয়ে বেশ মজা পেয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল আলোচনা চলছে। আর এই আলোচনায় যোগ দিয়েছেন কংগ্রেসের সাংসদ অভিষেক মনু সিংভি। তার মতো এক রাজনৈতিক ব্যক্তিত্ব এই আলোচনায় যোগ দেওয়ায় আরো আলাদা মাত্রা পেয়েছে বিষয়টিই সাধারণ মানুষের কাছে। উর্বশীর সাম্প্রতিক কান্ড-কারখানা দেখে মনু সিংভি একটি টুইট করে লিখেছেন, ‘রিশভ পন্থের একজন ভালো অ্যাডভোকেট প্রয়োজন এবং তার একটি রিস্ট্রেনিং অর্ডার পাওয়া উচিত।’
দিকে আজকের প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি এবং লোকেশ রাহুল কে বসিয়ে গোটা দলের বাকি ব্যাটারদের ব্যাট করার সুযোগ দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু ব্যাট হাতে আজকে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রিশভ। ১৭ বল খেলে মাত্র ৯ রান করে আউট হয়েছেন তিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে যদি তার এই অবস্থা হয় তাহলে যে তিনি বিশ্বকাপের প্রথম একাদশের অংশ হবেন না তা এক প্রকার নিশ্চিত।