বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব থেকে অপসারণ এখন নিশ্চিত। বাকি রয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা। তারপরে এই পদের দায়িত্ব নিতে চলেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রজার বিনি। তার আগে জেনে নেওয়া যাক সৌরভের সভাপতি থাকাকালীন বিসিসিআইয়ের করা সবচেয়ে বড় ৪টি কাজ সম্পর্কে।
• করোনার জন্য ২০২০-২১ মরশুমের প্রত্যেকটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা যায়নি। সেই সময় বোর্ডের তরফ থেকে ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণও দেওয়া হলো, তেমনই ঘরোয়া ক্রিকেটের সাথে যুক্ত খেলোয়াড়দের পারিশ্রমিকও বাড়িয়ে দেওয়া হয়। তাদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ ক্ষতিপূরণ দান করেছিল সৌরভের নেতৃত্বাধীন বিসিসিআই
• বিশ্ব ক্রিকেটে যখন গোলাপি বলে ক্রিকেট শুরু হয়ে গিয়েছিল তখন ভারতীয় ক্রিকেট অপেক্ষা করছিল কখন ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট হবে। তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই এই ভারতে প্রথম ডে-নাইট টেস্ট আয়োজিত হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেন্সে। বিরাট কোহলির শতরানে ভর করে সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল ভারত।
• সৌরভ ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি এবং তার প্রাক্তন সতীর্থদের ভারতীয় ক্রিকেটের বিরাট দায়িত্বে নিয়ে আসেন। রাহুল দ্রাবিড়কে জাতীয় সিনিয়র দলের কোচ হিসাবে আনার পাশাপাশি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান করা হয় ভিভিএস লক্ষ্মণকে।
এছাড়াও করোনাকালে দু বার আইপিএল আয়োজন, বিশাল অঙ্কের বিনিময়ে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রির মতো আরও নানাবিধ অর্জন রয়েছে বিসিসিআইয়ের এই নির্দিষ্ট সময়ে।