বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসন্ন প্রতিযোগিতায় অভিযান শুরু করবে ভারত। বিশ্বকাপ শুরুর বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে রোহিত শর্মারা। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছেন তারা। তাদের মধ্যে একটি ম্যাচে কোনক্রমে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে শোচনীয়ভাবে হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়াদের।
অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতির সঙ্গে এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেনি ভারত। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেই প্রস্তুতি ম্যাচ দুটিতে তারা চাইবেন যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ করে ফেলতে। নয়তো পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বিপাকে পড়তে হতে পারে ভারতকে। কারণ পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির সুস্থ হয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামা প্রায় নিশ্চিত।
হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরবেন তারকা পাক পেসার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে শুরুতেই সেট বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়ে ভারতকে বড়োসড়ো বিপাকে ফেলে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার পরিস্থিতিতে আরো ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা রাখেন তিনি।
তবে শাহীন আফ্রিদিকে কিভাবে সামলাতে হবে সেই বিষয়ে ভারতকে পরামর্শ দিয়েছেন গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেছেন, “যদি আপনি মনে মনে ভাবেন যে শাহীন আফ্রিদিকে কাটিয়ে দেবেন তাহলেও আপনার ওপর চড়ে বসবে। আমার মতে ওকে অতিরিক্ত কোন সম্মান না দিয়ে ওর বিরুদ্ধেও একইভাবে রান করার চেষ্টা করা উচিত। ওকে কোনওরকম মানসিক সুবিধা দিলে চলবে না।”
টেকনিক্যালি কিভাবে শাহীনের বিরুদ্ধে ব্যাটিং করা উচিত সেই বিষয়ে গম্ভীর বলেছেন, “আমার মতে ওর বলে বেশি জোরে আঘাত করার বদলে, শটের ভালো টাইমিং করার চেষ্টা করলে সাফল্য আসবে বেশি। ভারতীয় দলে তিন চারজন এমন ক্রিকেটার রয়েছে যারা শাহীন আফ্রিদিকে সহজেই খেলতে পারবে। কাজেই অতিরিক্ত চাপ নেওয়ার কোনও মানেই হয় না।”