মাঝ নদীতে ব্রিজের স্তম্ভের সঙ্গে ধাক্কা লঞ্চের! অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ কোনমতে প্রাণে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী! গঙ্গাবক্ষে আচমকাই একটি পুলের গায়ে গিয়ে ধাক্কা মারে লঞ্চ। ফলে যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে অবাক হওয়ার কিছুই থাকতো না । তবে অবশেষে ভাগ্য সহায় থাকলো বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)। একই সঙ্গে লঞ্চে বাকি যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন বলে খবর।

এদিন বিহারের রাজধানী পাটনায় লঞ্চে করে ছট ঘাট পরিদর্শন করতে যান নীতীশ কুমার। তবে এর ঠিক পর মুহূর্তেই যে ভয়ংকর ঘটনা অপেক্ষা করে রয়েছে, তা সম্ভবত কল্পনা করতে পারেননি বর্ষীয়ান এই রাজনীতিবিদ। পরবর্তীতে জেপি সেতুতে ধাক্কা মেরে বসে লঞ্চটি। যদিও এক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটেনি।

কেন হল এহেন ঘটনা? সূত্রের খবর, এদিন লঞ্চে করে রওনা দেয়ার মুহূর্তে আচমকাই জলের তোড়ে একটি পুলের গায়ে ধাক্কা মারে বাহনটি। এক্ষেত্রে বর্ষার সময় এমনিতেই গঙ্গার জলস্তর বৃদ্ধি পায়। পাশাপাশি এদিন লঞ্চে টেকনিক্যাল সমস্যা ছিল, যার কারণে এহেন দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

উক্ত লঞ্চে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ছাড়াও সম্পদ মন্ত্রী সঞ্জয় ঝাঁ এবং অন্যান্য একাধিক শীর্ষ অফিসাররা ছিলেন। তবে এক্ষেত্রে কেউ আহত হননি বলে জানা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিহারের রাজনীতিতে একের পর এক নাটকীয় মোড় এসে চলেছে। সম্প্রতি বিজেপির সঙ্গ ত্যাগ করে কংগ্রেস এবং আরজেডির হাত ধরে ক্ষমতায় বসেন নীতীশ কুমার। পরবর্তীতে বিজেপির তরফ থেকে নীতীশ এবং তাঁর দল জেডিইউকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ শানানো হয়ে চলেছে। এই প্রসঙ্গে গতকাল একটি কলেজের উদ্বোধন করতে এসে পদ্মফুল শিবিরকে তুমুল কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

download 52

তিনি বলেন, “বিজেপি বর্তমানে অর্থহীন কথা বলে চলেছে। ২০১৭ সালে মহাজোট ছেড়ে আমি বিজেপিতে যোগ দিই। তবে সম্প্রতি পুনরায় একবার মহাজোটে ফিরে গিয়েছি। আর এরপর থেকে ওরা আমাকে এবং আমার দলকে কটাক্ষ করে চলেছে। ওরা চায়, যাতে আমাদের মহাজোট দুর্বল হয়ে পড়ুক। তবে আমি এটুকু বলতে চাই, আগামী সময়ে ওদের সাথে আর কখনোই জোট করবো না।”

Sayan Das

সম্পর্কিত খবর