প্রেমের টানে যেই রাজমিস্ত্রিদের হাত ধরে ঘর ছেড়েছিলেন দুই গৃহবধূ, সেই প্রেমিকরা এখন নিরুদ্দেশ

বাংলাহান্ট ডেস্ক : গত বছর হাওড়ার (Howrah) বালি (Bally) অঞ্চল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় একই পরিবারের দুই গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনার পর জানা যায়, বাড়িতে কাজ করতে আসা দুই রাজমিস্ত্রির সাথে পালিয়ে গিয়েছেন এই দুই গৃহবধূ। ওই দুই গৃহবধূ অর্থাৎ, রিয়া ও অনন্যার পরিবারের তরফ থেকে এরপর দুই রাজমিস্ত্রির বিরুদ্ধে নেওয়া হয় আইনি ব্যবস্থা। কিন্তু এরপর থেকে বেপাত্তা এই দুই রাজমিস্ত্রিও। শেখর রায় ও শুভজিৎ দাস নামের এই দুই রাজমিস্ত্রি মুর্শিদাবাদের নিমতার বাসিন্দা।

এই মুহূর্তে এই দুজন কোথায় রয়েছেন তা জানা নেই তাদের গ্রামবাসীদেরও। শুভজিতের গ্রামের বাড়িতে গেলে দেখা যায় সেখানে ঝুলছে বড় তালা। শুভজিৎ সম্পর্কে কোন খবর তার প্রতিবেশী বা গ্রামবাসীদের কাছে নেই। তবে এই বছর মার্চ মাস নাগাদ শুভজিৎ দাবি করেছিল সে বর্তমানে একটি বড় বিড়ি কোম্পানি কর্মচারী। প্রভিডেন্ট ফান্ড, বোনাস, মেডিক্যাল ইন্সুরেন্স সহ নানান সুবিধা সেখানে আছে। এছাড়াও প্রতি মাসে তার এখন মোটা অংকের টাকা মাইনে। কিন্তু এই শুভজিৎ কোথায় বেপাত্তা হয়ে গেলেন?

শুভজিতের বাড়ির সামনে গেলে দেখা যায় সেখানে প্রধান দরজায় ঝুলছে বড় একটি তালা। বাইরে দাঁড় করানো রয়েছে একটি সাইকেল। মাটির উনুন সহ কিছু টুকটাক জিনিস রয়েছে ছড়ানো। কিন্তু শুভজিৎ সম্পূর্ণভাবে নিখোঁজ। এই বিষয়টি নিয়ে তার গ্রামবাসীদের প্রশ্ন করা হলে কেউই সঠিক উত্তর দিতে পারেননি। কিছু গ্রামবাসী জানিয়েছেন, বালির গৃহবধূদের নিয়ে পালিয়ে যাওয়ার পর শুভজিৎ আর গ্রামে ফিরে আসেননি। সে বর্তমানে কোথায় রয়েছে তাও তারা জানেননা। তবে তারা শুনেছেন শুভজিৎ নাকি এখন বিড়ি কোম্পানিতে ভালো চাকরি করে।

jpg 20221016 110832 0000

প্রসঙ্গত, এই বছর মার্চ মাসে শুভজিৎ জানিয়েছিলেন, “আমাদের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে কেউ রাজমিস্ত্রির কাজ দেয় না। জীবনে উন্নতির লক্ষ্যে একটি বিড়ি কোম্পানিতে কাজ নিই। এখন আগের থেকে বেশ ভালো রোজগার করি।”

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর