বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে একাধিক বেফাঁস মন্তব্য করে চলেছেন বিজেপি (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কখনো সেই আক্রমণ মাত্রাতিরিক্ত পর্যায়ে গিয়ে পৌঁছায়। তবে এই নিয়ে হাজারো বিতর্ক হলেও দমতে নারাজ বিজেপি সাংসদ। আর সেই সূত্র ধরে এবার সমাজের মহিলা এবং তৃতীয় লিঙ্গকে নিয়ে অপমানজনক মন্তব্য করে বসলেন দিলীপবাবু, যা নিয়ে ইতিমধ্যে শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র। দিলীপের দাবি, “মহিলাদের সঙ্গেই থাকুন কাপুরুষরা, হিজড়ারা মহিলাদের সঙ্গে নিজেদের সুরক্ষিত মনে করে। আমার সামনে আসলে বুকের উপর পা দিয়ে দেব।”
অতীতেও একাধিক সময় বিরোধী দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মেজাজে ধরা দেন দিলীপ ঘোষ, যা নিয়ে তাঁর সমালোচনায় সরব হয় একাধিক মহল। সেই সূত্র ধরে এদিন বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য করেন তিনি। নিউ টাউনের ইকোপার্কে পৌঁছে গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে মুখ খুলতে দেখা যায় দিলীপবাবুকে।
উল্লেখ্য, নদিয়ায় তৃণমূল নেতার ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূলের ভিতর দুর্নীতিতে ভরে গিয়েছে। এতদিন দিল্লি থেকে টাকা আসছিল, দুর্নীতি হচ্ছিল; তাই কোনরকম সমস্যা দেখা যায়নি। বর্তমানে টাকা থেকে কাটমানি, সব কমে যাওয়ায় দ্বন্দ্ব শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি একাধিক স্থানে গুলি চলছে। মারা যাচ্ছে সাধারণ মানুষ। বাংলাকে ডুবিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস।”
একই সঙ্গে বউবাজারে মেট্রোরেল বিপর্যয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “আর্থিক প্যাকেজ ঘোষণা করার মাধ্যমে মুখ্যমন্ত্রী পাপের প্রায়শ্চিত্ত করছেন। তবে এ ঘটনার স্থায়ী সমাধান চাই। যারা বিশেষজ্ঞ রয়েছেন, তাদেরকে সমস্যার সমাধান করতে হবে। না হলে যেভাবে অসংখ্য মানুষ বিপদে পড়েছেন, তা অনুচিত।”
উল্লেখ্য, সম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক দুর্নীতি ইস্যুতে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার। একইসঙ্গে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে ইতিমধ্যেই দিল্লিতে তলব করেছে গোয়েন্দা সংস্থা। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, “শেষ পর্যন্ত বাবার কাছে পৌঁছে যেতে হবে। এর আগে অনেককে জেরার জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। যারা দুর্নীতিতে জড়িত রয়েছে ,তারা শাস্তি পাবে।”
সম্প্রতি তৃণমূলের অন্দরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বনাম তাপস রায়ের দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, “সমস্যাটা কোথায় গিয়ে পৌঁছেছে, ভাবুন। দলের ভিতর গোষ্ঠী দ্বন্দ্ব চরমে। যারা একদম জন্ম লগ্ন থেকে তৃণমূলে রয়েছে, দিদির কাছের মানুষ, তারা একে অপরকে গালিগালাজ দিয়ে চলেছে। সমালোচনায় সরব সকলে। এভাবে পার্টি কখনোই চলে না।”
এরপরই দিলীপ ঘোষের গলায় উঠে আসে মহিলা এবং তৃতীয় লিঙ্গের প্রতি অপমানজনক মন্তব্য। সম্প্রতি, বজবজ ২ নম্বর ব্লকের সহ-সভাপতি দিলীপবাবুর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, “উনি সোজা হয়ে আসলেও শুয়ে বেরোবেন।” সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে বিজেপি সাংসদ বলেন, “মহিলাদের সঙ্গেই থাকুন কাপুরুষরা, হিজড়ারা মহিলাদের সঙ্গে সুরক্ষিত মনে করে নিজেদের। আমার সামনে আসলে বুকের উপর পা দিয়ে চলে যাব।”